জলবায়ু সম্মেলন কপ-৩০ সামনে রেখে সোমবার ঢাকায় আয়োজন করা হয় ‘রোড টু কপ-৩০: শেইপিং বাংলাদেশ’স জাস্ট ট্রানজিশন’ শীর্ষক সংলাপ।
গাছের গুঁড়ি একত্রে বেঁধে জলে ভাসিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। ছবিটি বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগরপুর বাজার থেকে তোলা।
আকাশে জমেছে কালো মেঘ। তাই পরিবারের সবাই মিলে দ্রুত ধান ঘরে তোলার চেষ্টা করছে। কারণ বৃষ্টিতে ভিজে গেলে ধান পচে যাওয়ার বা অঙ্কুর গজানোর সম্ভাবনা থাকে।
আশ্বিন মাসেই ভোরের ঘাসে মুক্তোদানার মত ঝলমলে শিশিরবিন্দু জানান দিচ্ছে, শীত এল বলে। ছবিটি নীলফামারীর ডোমার উপজেলা থেকে তোলা।
সবুজে মোড়া নীরব পাহাড়ি পথে সরু জলধারা যেন কেবলই শান্তির কথা বলছে।