আমি এখন পর্যন্ত কোনো গৃহকর্মী শিশুকে পড়াশোনা চালিয়ে যেতে দেখিনি।
Published : 20 Oct 2025, 08:31 PM
গৃহকর্মে নিয়োজিত শিশুদের কথা আমরা যেন মনে রাখতে চাই না। শিশুশ্রমের আলোচনাতেও এই বিষয়টি উপেক্ষিত থেকে যায়।
অথচ গৃহকর্মী শিশুদের আসলে ছোট-বড় সব ধরনের কাজই করতে হয়। এমনকি কখনো কখনো তাদের উপর বড় বোঝা চাপিয়ে দেওয়া হয়।
আমি এখন পর্যন্ত কোনো গৃহকর্মী শিশুকে পড়াশোনা চালিয়ে যেতে দেখিনি। তাদের কাজের পরিবেশে না থাকে বিনোদন, না থাকে শৈশবের আনন্দ। এতে তাদের শারীরিক ও মানসিক বিকাশ নিঃসন্দেহে বাধাগ্রস্ত হয়।
গৃহে শিশুশ্রম এমন এক বিষয়, যা প্রায়ই লোকচক্ষুর আড়ালে ঘটে। এসব শিশু নীরবে নানা রকম নির্যাতনের শিকার হয়, কিন্তু তাদের পাশে দাঁড়ানোর কেউ থাকে না।
যে পরিবারে শিশু গৃহকর্মী আছে, তারা কীভাবে নিজ সন্তানের সামনে তাকে কষ্ট করতে দেখে? কখনও কি তার নীরব কান্না শোনার চেষ্টা করে তারা?
২০১৫ সালে গৃহকর্মীদের স্বার্থরক্ষায় একটি নীতিমালা তৈরি করা হয়। কিন্তু এত বছরেও ওই নীতিমালা অনুযায়ী গৃহকর্মী শিশুদের সুরক্ষায় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
গৃহে শিশুশ্রম চিরতরে হারিয়ে যাবে, এমন একটি দিনের স্বপ্ন দেখি। সেই দিনটা সত্যিই খুব সুন্দর হবে।
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: নেত্রকোণা।