‘মৌসুমী’ নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা তাদের ‘সমৃদ্ধি’ প্রকল্পের আওতায় এই আয়োজন করে।
Published : 20 Oct 2025, 07:20 PM
নওগাঁর রাণীনগর উপজেলায় নিম্ন আয়ের মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
‘মৌসুমী’ নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা তাদের ‘সমৃদ্ধি’ প্রকল্পের আওতায় এই আয়োজন করে। এতে সহযোগিতা করে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।
সোমবার সকাল ৯টার দিকে রাণীনগর আল-আমিন দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এই কার্যক্রম শুরু হয়।
দিনব্যাপী এই ক্যাম্পে বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক শিশু ও নারী-পুরুষ চিকিৎসা গ্রহণ করে বলে আয়োজকেরা জানিয়েছে।
এদিন স্বাস্থ্য ক্যাম্পের পাশাপাশি অনুষ্ঠিত হয় অসংক্রামক ব্যাধি প্রতিরোধমূলক সচেতনতা ক্যাম্পেইন ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।
মধ্য রাজাপুর গ্রাম থেকে আসা মো. ফারুক হোসেন নামের এক সেবাগ্রহীতা হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খুবই ভালো লেগেছে এ স্বাস্থ্য ক্যাম্প। আমরা বিনা মূল্যে উন্নতমানের ডাক্তারদের কাছ থেকে চিকিৎসা পেয়েছি। আমাদের গ্রামের অসহায় মানুষরাও উপকৃত হয়েছে।”
এই আয়োজন প্রসঙ্গে মৌসুমী সমৃদ্ধির উপজেলা সমন্বয়কারী শাহীন আহমেদ বলেন, “আজকের ক্যাম্পে আমরা স্বনামধন্য চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছি। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: নওগাঁ।