শিশুদের ভাষার বিকাশের জন্য বাবা মায়ের সঙ্গে তাদের কথোপকথন খুবই জরুরি।
Published : 07 Jul 2024, 08:46 PM
মায়েরা স্মার্টফোনে আসক্ত হলে এটি সন্তানদের ভাষা বিকাশকে বাধাগ্রস্ত করে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।
গবেষণকরা বলছেন, স্মার্ট ফোন ব্যবহারের সময় সন্তানের সঙ্গে মায়েদের কথা কম বলার প্রমাণ পেয়েছে তারা। যেসব মায়েরা মোবাইল ফোন বেশি ব্যবহার করেন তারা সন্তানদের সঙ্গে ১৬ শতাংশ কথা কম বলেন। এক দুই মিনিট পরপর ফোন ব্যবহার করেন এমন মায়েরা সন্তানের সঙ্গে ২৬ শতাংশ কম কথা বলেন।
সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে।
প্রতিবেদনে বলা হয়, গবেষকরা ১৬ জন মা ও তাদের গড়ে চার মাস বয়সী শিশুসন্তানদের উপর এক সপ্তাহ ধরে গবেষণা চালান। গবেষণায় পাওয়া তথ্য বিশ্লেষণ করে এটি প্রকাশ করেন তারা।
গবেষণায় বলা হয়, শিশুদের ভাষার বিকাশের জন্য বাবা মায়ের সঙ্গে তাদের কথোপকথন খুবই জরুরি।
বাবা মাকে মোবাইল ফোন ব্যবহারের সময় সচেতন হওয়া এবং শিশুদের সাথে কথোপকথনের সময় ফোন থেকে দূরে থাকার পরামর্শ দেন তারা।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।