বিবৃতিতে বলা হয়, শিক্ষাবঞ্চিত এই ছয় লাখ ২৫ হাজার শিশুর মধ্যে ইউএনআরডব্লিউএ দ্বারা পরিচালিত বিভিন্ন স্কুলের প্রায় তিন লাখ শিশু রয়েছে।
Published : 08 Jul 2024, 06:58 PM
ইসরায়েল-গাজা যুদ্ধের প্রভাবে শিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত হয়ে পড়েছে গাজার প্রায় ছয় লাখ ২৫ হাজার শিশু।
আট মাস ধরে চলা এই যুদ্ধে বাস্তুচ্যুত হয়েছে গাজার প্রায় ১৭ লাখ মানুষ। পরিস্থিতি এত ভয়াবহ যে, শিশুদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য গাজায় এখন আর কোনো নিরাপদ স্থান নেই।
সম্প্রতি এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে ফিলিস্তিনে উদ্বাস্তুদের নিয়ে কাজ করা জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ।
বিবৃতিতে বলা হয়, শিক্ষাবঞ্চিত এই ছয় লাখ ২৫ হাজার শিশুর মধ্যে ইউএনআরডব্লিউএ দ্বারা পরিচালিত বিভিন্ন স্কুলের প্রায় তিন লাখ শিশু রয়েছে।
সংস্থাটি গাজায় দুইশ ৮৮টি স্কুল ও দুইটি ভোকেশনাল ট্রেনিং সেন্টার পরিচালনা করে। এর মধ্যে ৮ জুন পর্যন্ত ১৩২টি স্কুল চলমান সংঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
জাতিসংঘের শিশু তহবিল- ইউনিসেফের বরাত দিয়ে বিবৃতিতে আরও বলা হয়, যুদ্ধবিধ্বস্ত গাজার শিশুদের মধ্যে মানসিক জটিলতা বাড়ছে এবং প্রায় ১২ লাখ শিশুর জরুরি ভিত্তিতে মানসিক স্বাস্থ্যসেবা প্রয়োজন।
এদিকে শিশুদের শিক্ষা কার্যক্রম পুনরুদ্ধার ও মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে বলে বিবৃতিতে জানায় সংস্থাটি।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: সিলেট।