১৯৫৫ ও ২০১৬ সালে তুষারপাত দেরিতে শুরু হওয়ার রেকর্ড পাওয়া যায়। এই দুই বছরে তুষারপাত শুরু হয়েছিল অক্টোবরের ২৬ তারিখে।
Published : 05 Nov 2024, 07:29 PM
জাপানের ফুজি পর্বতে এবছর এখনো তুষারপাতের দেখা মেলেনি। আবহাওয়াবিদরা বলছেন ১৩০ বছরের ইতিহাসে এর আগে মাত্র দুইবার এমনটা ঘটেছে।
আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদন থেকে জানা গেছে, ফুজি পর্বতে প্রতি অক্টোবরের শুরুতে তুষারপাত শুরু হয়। তবে এবছর অক্টোবর মাস শেষ হলেও তুষারপাতের দেখা মেলেনি। যেখানে গেল বছর অক্টোবরের ৫ তারিখেই তুষারপাত শুরু হতে দেখা গিয়েছিল। এছাড়া গড়ে প্রতি বছরের ২ অক্টোবর এই পর্বতে তুষারপাত শুরু হতে দেখা যায়।
আবহাওয়ার এই পরিবর্তনের পেছনে জলবায়ু পরিবর্তনের দায় দেখছেন সংশ্লিষ্টরা।
জাপানের কোফুল লোকাল মিটিওরোলজিকাল অফিসের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, দেশটিতে ১৮৯৮ সাল থেকে তাপমাত্রার রেকর্ড রাখা শুরু হয়। রেকর্ড অনুযায়ী এবছর জাপানে তাপমাত্রার পারদ সবচেয়ে উঁচুতে রয়েছে।
১৯৫৫ ও ২০১৬ সালে তুষারপাত দেরিতে শুরু হওয়ার রেকর্ড পাওয়া যায়। এই দুই বছরে তুষারপাত শুরু হয়েছিল অক্টোবরের ২৬ তারিখে। কিন্তু এবার অক্টোবর পেরিয়ে গেলেও তুষারপাতের দেখা পাওয়া যায়নি।
ফলে জাপানের আবহাওয়ার এই পরিস্থিতির পেছনে বৈশ্বিক উষ্ণতার প্রভাব রয়েছে বলে মনে করছেন গবেষকরা।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।