আমি ছোটবেলায় পড়েছিলাম, শিশুরা অনুকরণ করতে ভালোবাসে।
Published : 19 Oct 2025, 07:02 PM
শিশুরা জন্মের পর থেকেই চারপাশের পরিবেশ থেকে শিখতে শুরু করে। বলা যায়, পরিবারের পরিবেশের সঙ্গে শিশুর শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশ জড়িত।
তাই শিশুর সুন্দর বিকাশের জন্য এমন মানুষদের সঙ্গে মিশতে দেওয়া উচিত যাদের কাছে কিছু না শিখলেও অন্তত খারাপ কিছু শিখবে না।
আমি মনে করি, শিশুর প্রতি বাবা-মায়ের ভালোবাসা, আচরণ, কথা বলা এমনকি তাদের দৈনন্দিন অভ্যাসও শিশুর মনে গভীর ছাপ ফেলে। আর যেহেতু সে বাবা-মায়ের সঙ্গেই বেশিরভাগ সময় থাকে তাই বাবা-মাকে নিজেদের সর্বোচ্চটা দিতে হবে।
পাশাপাশি সমাজও শিশুর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্কুলের শিক্ষক, সহপাঠী, বন্ধু আর প্রতিবেশীরা শিশুর চিন্তা, ভাষা ও আচরণে প্রভাব ফেলে। একজন ভালো শিক্ষক বা বন্ধুর উৎসাহ শিশুর আত্মবিশ্বাস বাড়াতে পারে আবার নেতিবাচক প্রভাব শিশুকে ভুল পথে নিতে পারে।
আমি ছোটবেলায় পড়েছিলাম, শিশুরা অনুকরণ করতে ভালোবাসে। তাই বাবা-মা শিশুদের মধ্যে যেসব গুণাবলির বিকাশ দেখতে চায় শিশুদের সামনে সেই গুণাবলি চর্চা করা উচিত।
আমি দেখেছি, অনেক অভিভাবক চান সন্তান যেন মোবাইল বা ইন্টারনেট থেকে দূরে থাকে, কিন্তু নিজেরাই শিশুর সামনে দীর্ঘ সময় ডিভাইসে ব্যস্ত থাকেন। এতে শিশুর মনে বিভ্রান্তি তৈরি হয়।
আমার মতে, শিশুকে ভালোভাবে গড়ে তুলতে হলে শুধু উপদেশ নয়, প্রয়োজন একটি ইতিবাচক ও ভালোবাসাময় পরিবেশ।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: ঢাকা।