১০ থেকে ২১ নভেম্বর ব্রাজিলের বেলেম শহরে কপ-৩০ সম্মেলন অনুষ্ঠিত হবে।
Published : 22 Oct 2025, 07:38 PM
সবুজ চাকরি সৃষ্টি, সামাজিক সুরক্ষা ও অন্তর্ভুক্তিমূলক জলবায়ু পদক্ষেপকে ভবিষ্যতের অগ্রাধিকার হিসেবে দেখার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, ট্রেড ইউনিয়ন নেতা ও তরুণ কর্মীরা।
তারা একটি জাতীয় ‘জাস্ট ট্রানজিশন’ নীতিমালা প্রণয়নের দাবি করে বলেন, যাতে বাংলাদেশে নিম্ন-কার্বন অর্থনীতির পথে অগ্রযাত্রাকে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করা যায়।
জলবায়ু সম্মেলন কপ-৩০ সামনে রেখে সোমবার ঢাকায় আয়োজন করা হয় ‘রোড টু কপ-৩০: শেইপিং বাংলাদেশ’স জাস্ট ট্রানজিশন’ শীর্ষক সংলাপ। যেখানে বক্তারা এসব কথা বলেন।
এই সংলাপের আয়োজন করে পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট গ্লোবাল এবং জার্মান থিংকট্যাংক ফ্রেডরিখ এবার্ট স্টিফটুং (এফইএস)।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে যে রূপান্তর ঘটছে, তা যেন সমাজের কারও জন্য বৈষম্য সৃষ্টি না করে। শ্রমিক, নারী, তরুণ ও প্রান্তিক জনগোষ্ঠীকে এই রূপান্তরের কেন্দ্রে রাখতে হবে, যাতে কেউ পিছিয়ে না থাকে।
এই আয়োজনে অন্যদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, জার্মান দূতাবাসের প্রথম সচিব জানিস হুসাইন ও সুইডিশ দূতাবাসের কর্মকর্তা নায়োকা মার্টিনেজ ব্যাকস্ট্রম।
এছাড়াও ইউনিসেফ বাংলাদেশের ভ্যালেন্তিনা স্পিনেদি, এফইএস বাংলাদেশের প্রতিনিধি ড. ফেলিক্স গার্ডেস এবং ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান উপস্থিত ছিলেন।
আগামী ১০ থেকে ২১ নভেম্বর ব্রাজিলের বেলেম শহরে অনুষ্ঠিত হবে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩০। এই সম্মেলনে বিশ্বের নেতা, বিশেষজ্ঞ ও তরুণ কর্মীরা একত্রিত হবেন।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: ঢাকা।