এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে ২৬ জন শিশু ও তরুণ অংশ নেয়।
Published : 14 Oct 2025, 09:36 PM
বাগেরহাটে শিশু ও তরুণদের নিয়ে ইউনিসেফের ‘পরামর্শ সভা’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার জেলা শহরের একটি রেস্তোরাঁয় 'কনসালটেশন সিরিজ' শীর্ষক এই সভার আয়োজন করা হয়।
এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে ২৬ জন শিশু ও তরুণ অংশ নেয়।
পরামর্শ সভায় শিশুদের জন্য উন্নত পানি ও স্যানিটেশন ব্যবস্থা, বাল্যবিয়ে, মানসম্মত ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, সামাজিক সুরক্ষা, জলবায়ু সংকট এবং শিশুদের চাহিদা প্রতিফলিত হয় এমন বাজেটসহ আটটি বিষয়ের উপর সেশন অনুষ্ঠিত হয়।
আয়োজকেরা জানায়, সভায় শিশু ও তরুণদের দেওয়া পরামর্শ ও মতামতগুলো নির্বাচনী ইশতেহারে যুক্ত করার জন্য রাজনৈতিক দলগুলোকে উদ্বুদ্ধ করা হবে।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: বাগেরহাট।