কক্সবাজারের বার্মিজ মার্কেট (ভিডিওসহ)

জেলা শহরের টেকপাড়ায় অবস্থিত এই বাজারে তিন শতাধিক দোকান রয়েছে।

কক্সবাজার বেড়াতে গেলে কেনাকাটার জন্য অনেকেই ঢুঁ মারেন বার্মিজ মার্কেটে। তাই এই বাজারে ভিড় সবসময় লেগেই থাকে।

জেলা শহরের টেকপাড়ায় অবস্থিত এই বাজারে তিন শতাধিক দোকান রয়েছে।

পর্যটকদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রসাধনী সামগ্রী থেকে শুরু করে পোশাক, চকলেট, ঘরের শোভাবর্ধক নানা পণ্য কম দামে পাওয়া যায় এখানে৷ তাছাড়া হরেক রকমের আচারের জন্যও জনপ্রিয় এই বাজার।

বিক্রেতারা জানান, মিয়ানমার থেকে আসা আচারসহ চীন এবং থাইল্যান্ডের বিভিন্ন পণ্যও পাওয়া যায় এখানে। এছাড়াও স্থানীয়ভাবে চন্দন দিয়ে তৈরি প্রসাধনী সামগ্রী, হাতে বোনা কাপড় এবং বিছানারচাদরও পাওয়া যায়। যে পণ্যগুলো কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে আসা পর্যটকদের বেশ আকর্ষণ করে।

শিখা খাতুন নামে এক পর্যটক হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখান থেকে আমরা জামা কাপড়, কিছু আচার, মাথা ব্যাথার মলমও কিনেছি।”

আরেক পর্যটক বলছিলেন, “কক্সবাজার আসলেই প্রচুর আচার কেনা হয়। এছাড়া বার্মা থেকে আসা ব্যাগ-জুতাও খুব পছন্দ আমার। তাই নিজের জন্য আর পরিবারের জন্য কিনলাম।“

প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: কক্সবাজার।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com