'আমার স্বপ্নের দেশে প্রতিটি উপজেলায় শিশুদের উপযোগী পাঠাগার থাকবে, যাতে বই শিশুদের কল্পনাকে ডানা দেয়।'
Published : 05 Nov 2025, 07:14 PM
প্রতিদিন চারপাশে দেখি কত শিশু কষ্টে বেঁচে আছে। কেউ রাস্তায় ঘুমায়, কেউ স্কুলে যেতে না পেরে কাজ করে।
তখন মনে হয়, যদি এমন এক দেশ গড়া যেত, যেখানে কোনো শিশু কাঁদবে না, ক্ষুধার্ত থাকবে না, ভয় পাবে না। আমার স্বপ্নের বাংলাদেশ হবে ঠিক তেমনই এক দেশ।
এই দেশের প্রতিটি শিশুর জন্য থাকবে বাধ্যতামূলক ও বিনামূল্যে শিক্ষা। সরকারি স্কুলগুলো হবে আনন্দের জায়গা, যেখানে শিশুরা দুপুরে পুষ্টিকর খাবার খাবে, গল্প পড়বে, খেলবে আর শিখবে। কোনো শিশু আর শ্রমে যাবে না, কারণ রাষ্ট্র তাদের পাশে থাকবে।
প্রতিটি স্কুলে থাকবে 'ডিজিটাল নিরাপত্তা ক্লাব', যাতে শিশুরা অনলাইনে নিরাপদ থাকতে শেখে। শিশু নির্যাতনের খবর আর শিরোনাম হবে না, কারণ প্রতিটি জেলায় থাকবে দ্রুত পদক্ষেপ নেওয়া টাস্কফোর্স, আর শিশুদের হেল্পলাইন ১০৯৮ হবে সর্বদা সচল ও সহানুভূতিশীল।
আমার স্বপ্নের দেশে প্রতিটি উপজেলায় শিশুদের উপযোগী পাঠাগার থাকবে, যাতে বই শিশুদের কল্পনাকে ডানা দেয়। প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ থাকবে, যেখানে শিশুরা হাসিমুখে দৌড়াবে। গান, ছবি, বিজ্ঞান, বিতর্কের মত প্রতিভার জন্য থাকবে জাতীয় বৃত্তি, যাতে প্রতিটি শিশু নিজের আলোয় জ্বলে উঠতে পারে।
সবচেয়ে বড় কথা, প্রতি মাসে 'শিশু সংসদ' বসবে, যেখানে শিশুরা তাদের ভাবনা জানাবে, আর বড়রা শুনবে মন দিয়ে। কারণ শিশুর কণ্ঠস্বরই হবে আমাদের ভবিষ্যতের নীতি।
আমার স্বপ্নের বাংলাদেশ হবে এমন এক দেশ, যেখানে প্রতিটি শিশুর চোখে থাকবে বিশ্বাস যে, রাষ্ট্র তাদের ভালোবাসে।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: সিলেট।