'কিছুদিন আগে আমার এক পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হয়। আলাপচারিতায় জানতে পারি, মাত্র ১৫ বছর বয়সে সে ধূমপানে আসক্ত হয়েছে।'
Published : 05 Nov 2025, 07:22 PM
ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিংবা ধূমপান ক্যানসারের কারণ, তা লেখা থাকে সিগারেটের প্যাকেটেই। তবুও অনেকে এই সতর্কবার্তা উপেক্ষা করে নিজের জীবনকে ধ্বংসের পথে ঠেলে দেন।
শুধু ধূমপায়ী নন, তার আশপাশে থাকা অধূমপায়ী মানুষরাও এই বিষাক্ত ধোঁয়ার শিকার হয়।
আমি মনে করি, এখনকার তরুণদের মধ্যে ধূমপানের প্রবণতা ভয়ংকরভাবে বাড়ছে। কৌতূহল, বন্ধুদের প্রভাব বা ভ্রান্ত ধারণা থেকে অনেকে এই নেশায় জড়িয়ে পড়ছে।
সিনেমা, নাটক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে ধূমপানের দৃশ্য তরুণদের ভুলভাবে অনুপ্রাণিত করছে, যা সমাজের জন্য একটি অশুভ সংকেত।
আমি নিজেও সম্প্রতি এমন একটি ঘটনার মুখোমুখি হয়েছি। কিছুদিন আগে আমার এক পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হয়। আলাপচারিতায় জানতে পারি, মাত্র ১৫ বছর বয়সে সে ধূমপানে আসক্ত হয়ে গেছে।
সে জানায়, জীবনের কষ্ট ভুলতে সে সিগারেটের আশ্রয় নেয়। আমি তাকে বোঝাই যে, সবাই জীবনে দুঃখ পায়, কিন্তু ধূমপান কোনো সমস্যার সমাধান নয়, বরং জীবনের প্রতি অন্যায়।
এখন সে পড়াশোনাও ছেড়ে দিয়েছে। এতে বুঝতে পারলাম, ক্ষণিকের সুখের আশায় অনেক তরুণ কীভাবে নিজের ভবিষ্যৎ ধ্বংস করছে।
সিগারেটের ধোঁয়ায় থাকা নিকোটিন আমাদের শরীরের জন্য একটি বিষ। এর ফলে ফুসফুসের ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক ও দীর্ঘস্থায়ী শ্বাসকষ্ট দেখা দেয়। একবার অভ্যাস হয়ে গেলে এটি থেকে মুক্তি পাওয়া কঠিন।
ধূমপান শুধু একটি বদঅভ্যাস নয়, এটি এক সামাজিক ব্যাধি। নিজের ও সমাজের মঙ্গলের জন্য এখনই আমাদের ধূমপানকে "না' বলতে হবে। ধূমপানমুক্ত একটি সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়াই হোক আমাদের অঙ্গীকার।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: ঢাকা।