এই ঝর্ণা যেমন অপরুপ তেমনি ভয়ংকরও হয়ে উঠতে পারে।
Published : 12 Apr 2023, 10:22 PM
বান্দরবানের রুমা উপজেলার বগালেক থেকে কেওক্রাডংয়ের পথে ঘণ্টাখানেকের পাহাড়ি পথ হাটলে দেখা মিলে চিংড়ি ঝর্ণার।
চোখ ধাঁধানো প্রকৃতির রূপ যেন মুগ্ধতা বিলিয়ে দিচ্ছে।
স্থানীয়দের ভাষ্যমতে, একসময় এই ঝর্ণায় প্রচুর চিংড়ি পাওয়া যেত বলেই এমন নামকরণ, তবে এর নিশ্চিত কোনো তথ্য নেই।
নিচ থেকে ঝর্ণার ছোট একটি অংশ দেখা গেলেও মূল ঝর্ণা দেখতে হলে বিশালাকারের পিচ্ছিল পাথর পার হয়ে উপরে উঠতে হয়। মাথার অনেক উপর থেকে এঁকে-বেঁকে নেমে আসা শ্রোতধারার রিনিঝিনি শব্দ মনে ছন্দময় আনন্দ দিতে বাধ্য।
তবে এই ঝর্ণা যেমন অপরুপ তেমনি ভয়ংকরও হয়ে উঠতে পারে। পাথরগুলো পিচ্ছিল এবং ধারালো হওয়ার কারণে পা ফসকে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।
এছাড়াও উপরে আটকে থাকা বর্ষার পানি হঠাৎ ছুটে এলে ভাসিয়ে নিয়ে আছড়ে ফেলতে পারে পাথরের উপর। তাই সতর্কতা অবলম্বন করাই শ্রেয়।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: খুলনা।