কর্মশালায় বক্তব্য ও বিতর্কসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
Published : 25 Oct 2025, 07:47 PM
নড়াইলে হয়ে গেল দুইদিন ব্যাপী শিক্ষামেলা।
‘সমৃদ্ধ শিক্ষায় আলোকিত নড়াইল’ প্রতিপাদ্যে জেলা প্রশাসন এই আয়োজন করে।
শনিবার শিল্পকলা একাডেমি চত্বরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
মেলার প্রথম দিনে ‘নিজেকে উপস্থাপন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়।
কর্মশালায় বক্তব্য ও বিতর্কসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
দ্বিতীয় দিনে উপজেলা পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা হয়।
এদিন সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: নড়াইল।