১৯৮৩ সালে গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একীভূত হয় যা বর্তমানে চারুকলা অনুষদ নামে পরিচিত।
Published : 22 Jul 2025, 08:58 PM
বাংলাদেশে চিত্রকলার প্রথম প্রতিষ্ঠান গড়ে ওঠে ১৯৪৮ সালে। শিল্পাচার্য জয়নুল আবেদিন ও পটুয়া কামরুল হাসানসহ কয়েকজন চিত্রশিল্পীর প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় ‘গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট’। তবে সেই সময়ে ঢাকায় চিত্রকলার প্রতিষ্ঠান গড়ে তোলা মোটেও সহজ কাজ ছিল না।
সেটি ছিল এমন এক সময় যখন কেউ ছবি এঁকে জীবনযাপন করবে তা কেউ ভাবতেই পারত না। ফলে ঢাকায় চিত্রকলার প্রতিষ্ঠান তৈরিতে অনেক বাধার মুখোমুখি হতে হয় তাদের।
২০২৫ শিক্ষাবর্ষের সপ্তম শ্রেণির চারু ও কারুকলা বইয়ে বাংলাদেশের চারুকলার ইতিহাস পাওয়া যায়।
সেখানে বলা হয়েছে, ‘গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট’ প্রতিষ্ঠার পেছনে আরও অবদান রাখেন চিত্রশিল্পী খাজা শফিক আহমেদ, শফিউদ্দিন আহমেদ, আনোয়ারুল হক ও শফিকুল আমিন। তারা প্রত্যেকে কলকাতা আর্ট কলেজের সাবেক শিক্ষার্থী।
তারা পাকিস্তান সরকারকে বলেন, ‘দেশ ভাগাভাগির পর অন্য অনেক বিষয়ের মত কলকাতা আর্ট কলেজের অর্ধেক পূর্ব বাংলার মানুষ পায়। তাই সহজেই পূর্ব বাংলার মানুষের জন্য রাজধানী ঢাকায় একটি আর্ট কলেজ প্রতিষ্ঠা করা যায়।’
তবে তৎকালীন পাকিস্তান সরকার খুবই অবহেলার সঙ্গে শিল্পীদের প্রস্তাব বাতিল করে দেয় বলে বইয়ে উল্লেখ আছে।
প্রস্তাব বাতিলের পরও শিল্পীরা থেমে থাকেননি। তারা নানা উদাহরণের মাধ্যমে সরকারকে আর্ট ইনস্টিউট প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা বোঝাতে থাকেন।
তাদের তৈরি করা কিছু উদাহরণ ছিল এমন– সাধারণ মানুষকে বিভিন্ন রোগ সম্পর্কে সচেতন করতে হলে ছবি এঁকে ও পোস্টার তৈরি করে খুব সহজেই তাদের বোঝানো যাবে।
কৃষি কাজেও ফলন বাড়ানোর উপায় কৃষকদের ছবি এঁকে সহজে বোঝানো যাবে। যেহেতু তখন বেশিরভাগ কৃষক পড়াশোনা জানত না, তাই ছবি এঁকে বোঝানো খুব সহজ হবে। এছাড়া সরকারের বিভিন্ন প্রচার কাজেও শিল্পীদের প্রয়োজন হবে।
এরকম নানা উদাহরণ ও যুক্তি দিয়ে শিল্পীরা পাকিস্তান সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তুলে ধরলেন যে, চারুকলা শিক্ষা দেশের প্রয়োজনে প্রতিষ্ঠা করা উচিত।
শিল্পীদের এই প্রচেষ্টা ও দাবির সঙ্গে একমত হয়ে বিজ্ঞানী ড. কুদরত-এ-খুদাসহ সরব হন অনেক শিক্ষক, সাংবাদিক ও লেখক।
শিল্পীদের নানাবিধ প্রচেষ্টার ধারাবাহিকতায় অবশেষে ১৯৪৮ সালের ১৫ নভেম্বর প্রতিষ্ঠিত হয় গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট। ঢাকার নবাবপুরে ন্যাশনাল মেডিকেল কলেজের দুইটি কামরায় শুরু হয় এই প্রতিষ্ঠানের যাত্রা। যা ছিল বাংলাদেশে ছবির আঁকা শেখার প্রথম প্রতিষ্ঠান।
বইয়ের তথ্যানুযায়ী, প্রথম বছর এই ইনস্টিটিউটে ১২ জন ছাত্র ভর্তি হয়। অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হন শিল্পাচার্য জয়নুল আবেদিন। অন্য শিক্ষকরা ছিলেন– আনোয়ারুল হক, খাজা শফিক আহমেদ, কামরুল হাসান, সৈয়দ আলী হাসান ও শফিকুল আমিন। এভাবে বাংলাদেশে চারুকলা শিক্ষার যাত্রা শুরু হয়।
১৯৮৩ সালে গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একীভূত হয় যা বর্তমানে চারুকলা অনুষদ নামে পরিচিত।
চারুকলার ওয়েবসাইট থেকে জানা যায়, বর্তমানে এই অনুষদে আটটি বিভাগ রয়েছে। যেখানে পাঠদানে যুক্ত রয়েছেন ৬৩ জন শিক্ষক।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: রংপুর।