৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী পাঁচ কোটি শিশুকে এক ডোজ জীবনরক্ষাকারী টিসিভি টিকা দেওয়া হবে।
Published : 13 Oct 2025, 10:04 PM
দেশে প্রথমবারের মত সরকারি উদ্যোগে টাইফয়েডের টিকা দেওয়া শুরু হয়েছে।
জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ, আন্তর্জাতিক সংস্থা গ্যাভি- দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় এই টিকা দেওয়া হচ্ছে।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পাঠানো যৌথ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাজধানীতে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এবং এর মধ্য দিয়ে বাংলাদেশ অষ্টম দেশ হিসেবে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) কর্মসূচি চালু করল।
এই কর্মসূচির মাধ্যমে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী পাঁচ কোটি শিশুকে এক ডোজ জীবনরক্ষাকারী টিসিভি টিকা দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই টিকাদান কর্মসূচি দুই ধাপে বাস্তবায়ন করা হবে। ১২ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত প্রথম ধাপে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে টিকা দেওয়া হবে। যার মধ্যে প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা (আলিয়া ও কওমি) এবং ইংরেজি মাধ্যমের স্কুল রয়েছে।
দ্বিতীয় ধাপে ১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত টিকা দেওয়া হবে। এই ধাপে টিকাদানের স্থায়ী কেন্দ্রগুলোর পাশাপাশি সারা দেশে প্রায় ১ লাখ ২০ হাজার কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলবে।
টাইফয়েডের টিকাদানের জন্য ১ অগাস্ট থেকে অনলাইনে নিবন্ধন শুরু হয়েছে। এজন্য vaxepi.gov.bd/registration/tcv ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। টিকা দেওয়ার পর অনলাইনেই পাওয়া যাবে টাইফয়েড ভ্যাকসিন সার্টিফিকেট।
টিকাদান প্রসঙ্গে বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেন, “প্রতিরোধযোগ্য ও প্রাণঘাতী এই রোগ থেকে প্রতিটি শিশুকে সুরক্ষিত করার যৌথ প্রচেষ্টার এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকছে এ কর্মসূচি।”
তিনি বলেন, “এই কর্মসূচি শেষ হওয়ার পর নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় শুধু এক বছরের কম বয়সী শিশুদের টিসিভি দেওয়া হবে।“
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: ঢাকা।