Connect:
অংশগ্রহণমূলক এই সভায় শিশু ও তরুণরাও তাদের অভিজ্ঞতা, মতামত ও সমস্যা সমাধানে নানা প্রস্তাবনা তুলে ধরে।
‘কাজ করতে গিয়ে আমি অনেক কিছু শিখেছি। যা শুধু বই পড়ে শেখা যায় না।’
এই জমিগুলোই আমাদের দেশের খাদ্যের মূল উৎস। তবে, দুঃখজনকভাবে এখন এই চাষের জমিতে ধান গজানোর বদলে ইট, বালি, সিমেন্ট দিয়ে তৈরি হচ্ছে পাকা দালান।
‘অনেকের কাছে স্কুলে যাওয়াই হয়ত এখন এক ভয়ের কারণ।’
'এই ধোঁয়া শুধু বর্তমানের জন্য নয়, ভবিষ্যতের জন্যও হুমকি হয়ে দাঁড়াচ্ছে।'
সেটি ছিল এমন এক সময় যখন কেউ ছবি এঁকে জীবনযাপন করবে তা কেউ ভাবতেই পারত না। ফলে ঢাকায় চিত্রকলার প্রতিষ্ঠান তৈরিতে অনেক বাধার মুখোমুখি হতে হয় তাদের।