কুষ্টিয়ার ঐতিহ্যবাহী 'রাজার হাট'

আশেপাশের কয়েকটি উপজেলার কৃষকদের প্রধান আয়ের উৎস এ বাজার।
কুষ্টিয়ার ঐতিহ্যবাহী 'রাজার হাট'

কুষ্টিয়া শহরের বড়বাজারের 'রাজার হাট' বেশ জনপ্রিয় একটি বাজার। প্রতি রবি ও বৃহস্পতিবার বসে এই হাট।

স্থানীয়রা জানান, দুইশ বছরের ঐতিহ্য বহন করছে এই হাট। সঠিক ইতিহাস মানুষের জানা না থাকলেও বড়বাজার মহিনী মিল ও রবীন্দ্রনাথ ঠাকুরের টেগর লজকে কেন্দ্র করে এ হাট গড়ে উঠেছিল।

অনেকের ধারণা, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুরের দেওয়া কিছু জমিতে এ হাট বসা শুরু হয়েছিল। পরবর্তীতে জায়গা বাড়িয়ে এই হাটকে বড় করা হয়।

একসময় এখানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি পশুর হাট বসলেও পরবর্তীতে পশুর হাটকে অন্য জায়গায় স্থানান্তর করা হয়।

কুষ্টিয়া সদর উপজেলাসহ আশেপাশের কয়েকটি উপজেলার কৃষকদের প্রধান আয়ের উৎস এ বাজার। আশেপাশের কয়েকটি বাজারের তুলনায় এখানে পণ্যের কম হওয়ার এ বাজার থেকে কেনাকাটার প্রতি মানুষের আগ্রহ অনেক বেশি।

পোশাক থেকে শুরু করে শাক-সবজি, হাঁস মুরগি, মাছসহ নিত্যপ্রয়োজনীয় প্রায় সবকিছুই পাওয়া যায় এই হাটে।

প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: কুষ্টিয়া।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com