গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস বলছে, এক শহরে সবচেয়ে বেশি সাইকেল রিকশা আছে ঢাকাতেই।
Published : 09 Jul 2025, 09:31 PM
দেশের শহর থেকে গ্রামে রিকশা খুবই পরিচিত একটি বাহন। রাজধানী ঢাকায় অনেক রিকশা থাকায় ‘রিকশার নগরী’ বলেও ডাকা হয়। তবে তিন চাকার এই বাহনের জন্ম কিন্তু বাংলাদেশে নয়!
বাংলাপিডিয়ার তথ্যানুযায়ী, রিকশার প্রচলন প্রথম শুরু হয় জাপানে। সেখানকার লোকেরা একে বলত ‘নিনতাকু’। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তেল ও যান্ত্রিক যানবাহন ব্যয়বহুল হয়ে উঠলে রিকশা জনপ্রিয়তা পায়। তবে জাপানে বিশ শতকের মাঝামাঝি সময়েই সাইকেল রিকশা উঠে যায়।
বাংলাদেশে কবে থেকে রিকশার প্রচলন শুরু হয়, সে সম্পর্কে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের একটি প্রতিবেদন থেকে জানা যায়, ১৯৩০-এর দশকের শেষ দিকে ঢাকার সূত্রাপুর ও ওয়ারী এলাকায় এর ব্যবহার প্রথম দেখা যায়। ১৯৪৭ সালে দেশভাগের পর ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে এটি জনপ্রিয় হতে শুরু করে।
রিকশা নিয়ে বিবিসি বাংলা বলছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশেই রিকশা সবচেয়ে বেশি টিকে আছে। আর বাংলাপিডিয়া বলছে, ঢাকার যানবাহনের প্রায় ৪৯ শতাংশই রিকশা। তাই ঢাকার পরিচয়ের সঙ্গে রিকশার নামটি জড়িয়ে গেছে।
‘গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস’ ২০১৪ সালে ঢাকাকে ‘রিকশার শহর’ হিসেবে স্বীকৃতি দেয়। এই শহরের সঙ্গে রিকশার সম্পর্ক বোঝাতে সংস্থাটি তাদের ওয়েবসাইটে লিখেছে- ‘মোস্ট সাইকেল রিকশাস ইন ওয়ান সিটি’, অর্থাৎ এক শহরে সবচেয়ে বেশি সাইকেল রিকশা আছে ঢাকাতেই।
দেশে প্রচলন শুরুর পর রিকশা শুধু বাহন নয়, শিল্পের একটি মাধ্যম হিসেবেও জায়গা করে নেয়। এর পেছনে নিচের দিকে থাকা টিনে আঁকা নানা চিত্রকর্ম ‘রিকশাচিত্র’ হিসেবে পরিচিতি পায়। ২০২৩ সালে মেলে আন্তর্জাতিক স্বীকৃতিও। সেবছর ঢাকার রিকশা ও রিকশাচিত্র জাতিসংঘের সংস্থা ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান করে নেয়।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: খুলনা।