কর্মসূচির প্রতিপাদ্য ছিল ‘কোনো মাত্রাই নিরাপদ নয়, সিসাদূষণ বন্ধে কাজ করার এখনই সময়’।
Published : 29 Oct 2025, 07:03 PM
সিসাদূষণ প্রতিরোধে কঠোর পদক্ষেপের দাবিতে রাজধানীতে মানববন্ধন ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার জাতিসংঘের শিশু তহবিল- ইউনিসেফের সহায়তায় পরিবেশ বিষয়ক সংগঠন ইয়ুথনেট গ্লোবাল ও পিওর আর্থ বাংলাদেশ যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।
‘কোনো মাত্রাই নিরাপদ নয়, সিসাদূষণ বন্ধে কাজ করার এখনই সময়’- প্রতিপাদ্যে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে শোভাযাত্রা বের করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সিসাদূষণ এখন বাংলাদেশের জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য এক নীরব সংকট। দ্রুত পরিবেশবান্ধব ব্যাটারি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
এ সময় ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান বলেন,“সিসাদূষণ শিশুদের ভবিষ্যতকে নীরবে ধ্বংস করছে। যুব সমাজ এগিয়ে এসে সচেতনতা বাড়ালে এবং কার্যকর পদক্ষেপ নিলে আমরা একটি সিসামুক্ত ও সুস্থ ভবিষ্যৎ গড়ে তুলতে পারব।”
পিওর আর্থ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিতালী দাশ বলেন, “সিসাদূষণ মাটি, পানি ও বাতাসে ছড়িয়ে পড়ছে। অনিরাপদ ব্যাটারি রিসাইক্লিং ও সিসাযুক্ত ভোগ্যপণ্য এ দূষণের প্রধান উৎস। গণসচেতনতা, কঠোর আইন প্রয়োগ ও নিরাপদ রিসাইক্লিং ছাড়া এই বিপদ রোধ করা সম্ভব নয়।”
মানববন্ধন থেকে সরকারের কাছে ১০ দফা দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে সিসাকে বিষাক্ত রাসায়নিক হিসেবে ঘোষণা, মানুষের রক্তে সিসার মাত্রা নিরীক্ষণ, ভোক্তাপণ্যে সিসার মান নিয়ন্ত্রণ এবং অনিরাপদ ব্যাটারি কারখানা বন্ধ করা।
এ ছাড়া দাবিগুলোর মধ্যে রয়েছে দূষিত এলাকা পরিষ্কার করা, জাতীয় সিসাদূষণ প্রতিরোধ কৌশল প্রণয়ন, সংশ্লিষ্ট কর্মকর্তা ও তরুণদের প্রশিক্ষণ, গবেষণা বৃদ্ধি, সচেতনতা সৃষ্টি, এবং নিরাপদ ও টেকসই রিসাইক্লিং ব্যবস্থা নিশ্চিত করা।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: নওগাঁ।