সমাবেশে ধর্ম চর্চার সমান স্বাধীনতা ও রাজনৈতিক শৃঙ্খলার উপর জোর দেওয়া হয়।
Published : 21 Oct 2025, 07:22 PM
নওগাঁর রাণীনগরে ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির দেশ গড়ি’ প্রতিপাদ্যে ‘সম্প্রীতি সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলার গোনা ইউনিয়ন পরিষদে এ আয়োজন করে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) নামের একটি বেসরকারি সংস্থা।
এতে শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিকসহ সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা অংশ নেয়।
এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল খালেক।
সমাবেশে ধর্ম চর্চার সমান স্বাধীনতা ও রাজনৈতিক শৃঙ্খলার উপর জোর দেওয়া হয়।
এসময় বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে মাঝে মাঝে দাঙ্গা উস্কে দেওয়া হয়। যেসব চক্র এগুলো করে তাদের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদের দেশে নানা ধর্মের ও আদর্শের মানুষ রয়েছে, তারা নিজ রীতি-নীতি যেন নির্ভয়ে পালন করতে পারে।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: নওগাঁ।