বাবা মা বন্ধু হোক
মা-বাবার সাথে সন্তানের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত বলে আমার কাছে মনে হয়। কিন্তু প্রতিটি সন্তানের সাথে মা-বাবার সম্পর্ক কি বন্ধুর মতো?
দীপ্তির 'দীপ্ত কৈশোর'
"ইদানিং নিজেকে আয়নায় দেখার সময় অদ্ভুত অনুভূতি হয়, নতুন লাগে নিজেকে। নিজের মাঝে অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি। আমার আশপাশটা কেমন যেন লাগে এখন, ঠিক আগের মতো না।"কৈশোরের শুরুতে আমাদের অনেকেরই বক্তব্যটা এমন থাকে।
জীবন মানে যুদ্ধ
জীবনের মানে খুঁজে শেষ করা যাবে না কোনোদিন। জীবন মানেই অঘোষিত যুদ্ধ। প্রতিনিয়ত লড়াই করে বেঁচে থাকা।