যুদ্ধে পরিবার হারিয়েছে গাজার ১৭ হাজার শিশু: ইউনিসেফ

ভূমধ্যসাগরের পূর্ব উপকূলের ছোট্ট ভূখণ্ড গাজা উপত্যকা। ইসরায়েলের সঙ্গে যুদ্ধ-সংঘাতে সেখানকার মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। আতঙ্ক আর অনিশ্চয়তায় দুমড়েমুচড়ে গেছে শিশুদের জীবন।
হামাসের হামলার জবাব দিতে গাজাকে মৃত্যুপুরীতে পরিণত করেছে ইসরায়েল। আড়াই মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে প্রাণ হারিয়েছে ২০ হাজারের বেশি ফিলিস্তিনি।

হামাসের হামলার জবাব দিতে গাজাকে মৃত্যুপুরীতে পরিণত করেছে ইসরায়েল। আড়াই মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে প্রাণ হারিয়েছে ২০ হাজারের বেশি ফিলিস্তিনি।

জাতিসংঘের শিশু তহবিল- ইউনিসেফ জানিয়েছে, গাজার আনুমানিক ১৭ হাজার শিশু যুদ্ধের মধ্যে সঙ্গীহীন বা তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলগুলোর জন্য ইউনিসেফের যোগাযোগ প্রধান জোনাথন ক্রিক্স শুক্রবার বলেছেন, ভূখণ্ডটির প্রায় সব শিশুর মানসিক স্বাস্থ্য সহায়তা দরকার, শিশুদের এই সংখ্যা ১০ লাখেরও বেশি।

গত বছরের সাতই অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। যে যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ২৭ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের মধ্যে সাড়ে ১২ হাজারের বয়স ১৮ বছরের নিচে। 

প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: বাগেরহাট।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com