'ডরোথি ২০১৮ সালে নিউইয়র্কের এক্সেলশিওর কলেজ থেকে ‘ব্যাচেলর ইন হিউমিনিটিস’ ডিগ্রি অর্জন করে। এর দুই বছর পর মেইনের ইউনিটি কলেজ থেকে মাস্টার্স অব সাইন্স ডিগ্রি অর্জন করে সে।'
Published : 19 May 2024, 06:29 PM
মাত্র সতের বছর বয়সে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছে ডরোথি জিন টিলম্যান নামের এক আমেরিকান কিশোরী।
আমেরিকান সংবাদ সংস্থা এসোসিয়েট প্রেস এক প্রতিবেদন জানায়, ডরোথি সম্প্রতি আমেরিকার অ্যারিজোনা স্টেট বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করে। তার পিএইডি প্রবন্ধের শিরোনাম ‘ইন্টিগ্রেটেড বিহেভিয়ারাল হেলথ ইন অ্যারিজোনা স্টেট’।
প্রতিবেদনে বলা হয়, ডরোথি মাত্র ১০ বছর বয়সে কলেজে ভর্তি হয়। এরপর এসোসিয়েটস ডিগ্রি লাভের পর স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে সে।
প্রতিবেদনে আরও বলা হয়, বেশির ভাগ শিক্ষার্থীই যখন মাধ্যমিক স্কুলে পড়ছে তখন তার মা তাকে কলেজ অব লেইক কাউন্টিতে ভর্তি করান। এসোসিয়েট ডিগ্রিতে তার প্রধান বিষয় ছিল মনোবিদ্যা।
ডরোথি ২০১৮ সালে নিউইয়র্কের এক্সেলশিওর কলেজ থেকে ‘ব্যাচেলর ইন হিউমিনিটিস’ ডিগ্রি অর্জন করে। এর দুই বছর পর মেইনের ইউনিটি কলেজ থেকে মাস্টার্স অব সাইন্স ডিগ্রি অর্জন করে সে।
গুড মর্নিং আমেরিকার বরাত দিয়ে এবিসি নিউজ এক প্রতিবেদনে জানায়, ১০ বছর পর্যন্ত ডরোথি তার বাড়িতেই পড়াশোনা করেছে। এ সময় সে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেয়নি। ১০ বছর বয়সে সে প্রথম কলেজে ভর্তি হয়। ডরোথি তার সাফল্যের পেছনে তার মায়ের অবদানই বেশি বলে জানায়।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।