সোনালি ফসলে ভরে যাওয়া মাঠ-ঘাট দেখতে আমার খুবই ভালো লাগে।
Published : 03 Nov 2025, 07:22 PM
আমার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চর ধুঞ্চি গ্রামে। এখানকার বেশিরভাগ মানুষই কৃষির সঙ্গে জড়িত। যাদেরকে প্রায় সব মৌসুমেই ফসল ফলাতে দেখি।
সোনালি ফসলে ভরে যাওয়া মাঠ-ঘাট দেখতে আমার খুবই ভালো লাগে। এখন আমাদের গ্রামের কৃষক ব্যস্ত সময় পার করছে রবি মৌসুমের কাজ নিয়ে।
বাইরে গেলেই বিস্তীর্ণ মাঠজুড়ে দেখা যায়, হাওয়ায় দুলছে সোনালি ধান। ভোরের কুয়াশা কেটে গেলে সূর্যের আলোয় এই ধান ঝলমল করে ওঠে।
ধানের পাশাপাশি এই গ্রামে সরিষার চাষও হয় ব্যাপকভাবে। দূর থেকে হলুদ সরিষার ক্ষেত দেখতে খুবই সুন্দর লাগে। মনে হয় যেন, এক হলুদ গালিচা।
এখন বাড়ি বাড়ি ধান কাটা ও মাড়াইয়ের ব্যস্ততা। কেউ গাইছে ফসল কাটার গান। কেউ গরুর গাড়িতে ধান বোঝাই করে নিয়ে যাচ্ছে ঘরে। তাদের পরিশ্রমের ঘাম আনন্দের সঙ্গে মিশে যাচ্ছে। পুরুষের পাশাপাশি নারীরাও হাড়ভাঙা পরিশ্রম করছে।
আমাদের গ্রামের কৃষক-কৃষাণীর এই পরিশ্রম আর হাসিমুখ আমার খুব ভালো লাগে।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: সিরাজগঞ্জ।