অতিথিরা ভাষার সংরক্ষণ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা রক্ষা এবং ভাষা বিলুপ্তির কারণ নিয়ে আলোচনা করেন।
Published : 03 Nov 2025, 06:52 PM
মাতৃভাষা চর্চা, প্রচার ও প্রসারের লক্ষ্যে সিলেটে অনুষ্ঠিত হয়েছে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব।
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উদ্যোগে শুক্রবার জেলা শহরের সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অলিম্পিয়াডে শিক্ষার্থীদের ভাষাজ্ঞান, বিশ্লেষণ ক্ষমতা ও গবেষণামুখী চিন্তাভাবনা যাচাই করা হয়। লিখিত পরীক্ষায় মারমা, চাকমা ও অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা নিয়ে প্রশ্ন দেওয়া হয়। পাশাপাশি ছিল প্রশ্নোত্তর ও কুইজ প্রতিযোগিতার আয়োজন।
জানা যায়, প্রায় ৩০০ শিক্ষার্থী এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করে। এর মধ্য থেকে বিজয়ীরা জাতীয় পর্যায়ের অলিম্পিয়াডে সিলেট অঞ্চলের প্রতিনিধিত্ব করবে।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। অন্যদর সঙ্গে আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান।
অতিথিরা ভাষার সংরক্ষণ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা রক্ষা এবং ভাষা বিলুপ্তির কারণ নিয়ে আলোচনা করেন। ভাষা জাতির সংস্কৃতি ও পরিচয়ের প্রতীক উল্লেখ করে তারা ভাষা শেখা ও ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট দেশব্যাপী লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড আয়োজন করছে।
সিলেটের মাধ্যমে শুরু হওয়া এই আয়োজন পর্যায়ক্রমে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ ও কুমিল্লা অঞ্চলেও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: সিলেট।