আক্রান্তদের মধ্যে পরজীবীর সংক্রমণ ও স্ক্যাবিস রোগে আক্রান্ত হয়েছেন ৯৬ হাজার ৪১৭ জন।
Published : 14 Jul 2024, 06:55 PM
ইসরায়েল-গাজা যুদ্ধ শুরু হওয়ার পর গাজায় এখন পর্যন্ত দেড় লাখের বেশি মানুষ চর্মরোগে আক্রান্ত হয়েছে। যার মধ্যে শিশুদের সংখ্যাই বেশি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনটিতে বলা হয়, আক্রান্তদের মধ্যে পরজীবীর সংক্রমণ ও স্ক্যাবিস রোগে আক্রান্ত হয়েছেন ৯৬ হাজার ৪১৭ জন। এছাড়া জলবসন্তে আক্রান্ত হয়েছে নয় হাজার দুইশ ৭৪ জন।
যুদ্ধ হওয়ার পর থেকে অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে বাস করতে হচ্ছে গাজাবাসীদের। বিভিন্ন জায়গায় বালুর উপর তাঁবু গেড়ে বাস করতে হচ্ছে তাদের। বিশুদ্ধ পানি ও স্বাস্থ্য সেবার অভাবে তারা এসব রোগে আক্রান্ত হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ওষুধের অভাবে এসব আক্রান্তদের সঠিক চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না বলে এএফপিকে জানান গাজার দেইর আল বালাহ এলাকার অস্থায়ী একটি ক্লিনিক পরিচালনাকারী সামি হামিদ নামের এক ব্যক্তি।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।