২০২৩ সালে সারাবিশ্বে প্রায় পাঁচ লাখ ৯৭ হাজার মানুষ ম্যালেরিয়ায় মারা গেছে।
Published : 25 Apr 2025, 12:22 PM
ম্যালেরিয়া একটি মশাবাহিত রোগ, যা আফ্রিকা অঞ্চলে বেশি দেখা যায়। এতে আক্রান্ত হলে শরীরে কাঁপুনিসহ জ্বর হয়। কখনো কখনো এটি মৃত্যুও ডেকে আনতে পারে।
২০০৭ সাল থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আন্তর্জাতিকভাবে ২৫ এপ্রিলকে ‘বিশ্ব ম্যালেরিয়া দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। দিবসটি পালনের উদ্দেশ্য হল ম্যালেরিয়া সম্পর্কে সবাইকে সচেতন করা এবং রোগটির বিরুদ্ধে লড়াই করতে উৎসাহিত করা।
এবার বিশ্ব ম্যালেরিয়া দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘ম্যালেরিয়া মোকাবিলা: পুনঃবিনিয়োগ করুন, পুনর্কল্পনা, করুন, পুনরুজ্জীবিত করুন’।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য মতে, ২০২৩ সালে সারাবিশ্বে প্রায় পাঁচ লাখ ৯৭ হাজার মানুষ ম্যালেরিয়ায় মারা গেছে। এছাড়াও, প্রতি বছর লাখ লাখ মানুষ এই রোগে আক্রান্ত হয়।
বিভিন্ন দেশ ম্যালেরিয়া প্রতিরোধে কাজ করছে এবং এই রোগের প্রাদুর্ভাব কমানোর চেষ্টা করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ম্যালেরিয়া টিকার প্রচলন শুরু করেছে, যা আফ্রিকাসহ বিভিন্ন ম্যালেরিয়া প্রবণ অঞ্চলের শিশুদের দেওয়া হয়।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: ঢাকা।