'রোবটটি তৈরিতে মানব দেহের ত্বকের প্রাকৃতিক গঠন থেকে ধারণা নিয়েছেন গবেষকরা। মূলত ‘কোলাজেন জেল’, ‘ফাইব্রাস প্রোটিন’ ও ‘হিউম্যান ডার্মাল ফাইব্রোব্লাস্ট’ ব্যবহার করে এই জীবন্ত ত্বক তৈরি করা হয়েছে।'
Published : 03 Jul 2024, 05:55 PM
মানব দেহের মুখাবয়বের মতো জীবন্ত ত্বকের রোবট আবিষ্কার করেছে জাপানের একদল বিজ্ঞানী।
নরম গোলাপি রঙের ত্বক ও জ্বলজ্বলে চোখ নিয়ে রোবটি যখন কোনো ক্যামেরার দিকে তাকায় তখন এটি মানুষের মতো অবিকল হেসে উঠে।
বার্তা সংস্থা সিএনএনের এক প্রতিবেদন থেকে জানা যায়, রোবটটি তৈরিতে মানব দেহের ত্বকের প্রাকৃতিক গঠন থেকে ধারণা নিয়েছেন গবেষকরা। মূলত ‘কোলাজেন জেল’, ‘ফাইব্রাস প্রোটিন’ ও ‘হিউম্যান ডার্মাল ফাইব্রোব্লাস্ট’ ব্যবহার করে এই জীবন্ত ত্বক তৈরি করা হয়েছে।
জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই রোবট তৈরি করেছেন। যার নেতৃত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়টির শিল্প বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক শোজি টাকেউচি।
প্রতিবেদনে বলা হয়, রোবটটি নিয়ে আরও কাজ করা হলে ভবিষ্যতে এটি মানুষের মতো আরও বৈশিষ্ট্য পাবে। এটির কোনো কিছু অনুভব করা ও মানুষের সঙ্গে যোগাযোগ করার ক্ষমতাও বাড়বে।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।