স্যাঁতস্যাঁতে ভেজা আবহাওয়ায় শিশুদের হালকা কাপড়ের পোশাক অর্থাৎ দ্রুত শুকিয়ে যাবে এমন জামা কাপড় পরানোর পরামর্শ বিশেষজ্ঞদের।
Published : 09 Aug 2023, 08:00 PM
বর্ষাকাল হতে পারে শিশুদের জন্য নানা সমস্যার কারণ। স্যাঁতস্যাঁতে ভেজা আবহাওয়া শিশুদের জন্য একদমই নিরাপদ নয়।
বর্ষায় শিশুদের স্বাস্থ্য নিয়ে ‘ফেমিনা ডটইন’ এর একটি প্রতিবেদন থেকে এমনটাই জানা গেছে। পাশাপাশি কীভাবে বর্ষা থেকে শিশুদের সুরক্ষিত রাখা যাবে, সেই তথ্যগুলো দিয়েছেন ভারতের শিশুপণ্য তৈরির প্রতিষ্ঠান ‘আর ফর র্যাবিট’য়ের সহকারী প্রতিষ্ঠাতা ও প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা কিঞ্জল পোপাত।
তাহলে বর্ষাকালে শিশুদের নিরাপদ রাখা যাবে কীভাবে?
স্যাঁতস্যাঁতে ভেজা আবহাওয়ায় শিশুদের হালকা কাপড়ের পোশাক অর্থাৎ দ্রুত শুকিয়ে যাবে এমন জামা কাপড় পরানোর পরামর্শ বিশেষজ্ঞদের। ঘরের বাইরে যেতে হলে সঙ্গে অতিরিক্ত জামা রাখা উচিৎ যাতে ভিজলেই সেটা পাল্টে দেয়া যায়।
শিশুকে নিরাপদ ও সুস্থ রাখতে ভেজা ডায়াপার পাল্টে দিতে হবে। আর হালকা, আরামদায়ক উন্নতমানের এবং রাসায়নিক উপাদানমুক্ত ডায়াপার ব্যবহার করাতে হবে। যথাসম্ভব উপায়ে শিশুর ত্বক আর্দ্র রাখার ব্যবস্থা করতে হবে।
বর্ষাকালে ব্যাকটেরিয়াসহ নানা ধরনের জীবাণুর সংক্রমণের ঝুঁকি বাড়ে, তাই শিশুর পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকা আবশ্যক। এছাড়াও ঘর এবং শিশুর থাকার স্থান পরিচ্ছন্ন এবং শুস্ক রাখতে হবে।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: বাগেরহাট।