শুক্র ও শনিবার কিছুটা সময় পাই, তবে এই সময়টা পাঠাগারে বসে সংবাদপত্র আর বই পড়ে কাটাই।
Published : 29 Sep 2025, 06:56 PM
দশম শ্রেণিতে উঠার পর পড়াশোনা ঘিরে এত ব্যস্ততা বেড়েছে যে, অবসর আর খুঁজে পাই না।
আগে স্কুল থেকে ফিরেই সবার আগে টিভির সামনে বসতাম। বাটুল দি গ্রেট, চাঁদের বুড়ি, ডোরেমনসহ নানা কার্টুন দেখতাম। বিকেলে বন্ধুদের সঙ্গে হৈ-হুল্লোড়ে কাটত সময়।
এছাড়াও কিছুটা দীর্ঘ অবসর পেলে ছবি আঁকতাম কিংবা মামার বাড়ি বেড়াতে যেতাম। আঁকাআঁকির প্রতির আগ্রহ থেকে অষ্টম শ্রেণিতে একবার চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কারও জিতেছি।
এখন আর আঁকাআঁকি করা হয় না। দিনগুলো শুধুই পড়াশোনার সঙ্গে কাটছে। শুক্র ও শনিবার কিছুটা সময় পাই, তবে এই সময়টা পাঠাগারে বসে সংবাদপত্র আর বই পড়ে কাটাই।
এখন বই আমার সবচেয়ে কাছের বন্ধু। কারণ বন্ধুরাও পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত হয়ে গেছে। আগে যেমন চাইলে মাঠে ফুটবল নিয়ে বেরিয়ে পড়তাম, এখন সহজেই সেই সুযোগটা আর আসে না।
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: ঢাকা।