আমার বিশ্বাস বাল্যবিয়ের কারণে তার মতো অনেক মেয়ের জীবন নষ্ট হচ্ছে।
Published : 30 Sep 2025, 09:11 PM
বাল্যবিয়ে বন্ধ করতে সরকারের পাশাপাশি বেসরকারি ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলো কাজ করে যাচ্ছে। মানুষকে সচেতন করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। কিন্তু এত এত উদ্যোগের পরও বাল্যবিয়ে বন্ধ করা যাচ্ছে না বলে আমার মনে হয়।
আমি অনেক পরিবার দেখেছি যেখানে এখনো মেয়েদের অল্প বয়সে বিয়ে দেওয়া হচ্ছে। পরিবারের অর্থনৈতিক সমস্যার অজুহাতে কন্যা সন্তানকে বিয়ে দিয়ে দেওয়া হয়। ইদানীং বাল্যবিয়ের ঘটনা এত গোপনে ঘটে যে প্রতিবেশিরাও টের পায় না।
দশম শ্রেণিতে থাকাকালীন আমার অনেক মেয়ে সহপাঠীকে বাল্যবিয়ের শিকার হতে দেখেছি। তাদের অধিকাংশই বিয়ের পর পড়াশোনা ছেড়ে দিয়েছে। আমার একজন বান্ধবীকেও পড়াশোনার মাঝেই বিয়ে দেওয়া হয়। বিয়ের কথা সে আমাদের কাছে গোপন করে। এরপর শুনেছি অল্প বয়সে সন্তান জন্ম দেওয়ায় তার শারিরীক জটিলতা দেখা দেয়।
আমার বিশ্বাস বাল্যবিয়ের কারণে তার মতো অনেক মেয়ের জীবন নষ্ট হচ্ছে। শুধু পরিবারের অসচেতনতায় কত সম্ভাবনাময় জীবন ঝরে যাচ্ছে তার হিসেব নেই।
তাই সমাজের সবাইকে বাল্যবিয়ে বন্ধে সচেতন হতে হবে এবং মেয়েদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে বলে আমি মনে করি।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: ঢাকা।