শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য মাঠে খেলাধুলার গুরুত্ব অনেক।
Published : 29 Sep 2025, 06:52 PM
কাচের রঙিন ছোট ছোট মার্বেল নিয়ে শৈশবে আমরা অনেকেই খেলেছি। মাঠে কিংবা রাস্তায় দলবেঁধে খেলার আনন্দ ছিল সীমাহীন।
ছোট্ট গোল বলটিকে আঙুলের চাপে ছুড়ে দিতাম। এরপর দেখা হত কে কাকে হারিয়েছি আর কে কতগুলো মার্বেল জিতেছি।
আমি মনে করি, মার্বেলের মত যে খেলাগুলো আমাদের প্রতিদিনের সঙ্গী ছিল সেগুলো আমাদের বন্ধুত্ব গড়ে তুলতে সাহায্য করত, বন্ধুত্ব মজবুতও করত। যার ফলে শৈশবে আমাদের অসাধারণ সময় কেটেছে।
তবে এখন মাঠের খেলা যেন হারিয়েই গেছে! শিশুদের মন এখন আটকে থাকে স্মার্টফোন, কম্পিউটার কিংবা ট্যাবের মত প্রযুক্তির পর্দায়। মাঠে গিয়ে খেলার আনন্দ, বন্ধুদের সঙ্গে হাসি-ঠাট্টা কিংবা দৌড়ঝাঁপের তুলনায় শিশু-কিশোররা এখন ঘরেই অবসর কাটাতে পছন্দ করে।
শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য মাঠে খেলাধুলার গুরুত্ব অনেক। প্রযুক্তি নির্ভর জীবনে আটকে না থেকে মুক্ত মাঠে শিশুদের খেলাধুলা করতে উৎসাহিত করা উচিত।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, শারীরিক নিষ্ক্রিয়তা বিশ্বব্যাপী মৃত্যুহারের চতুর্থ প্রধান ঝুঁকির কারণ। তাই আমাদের উচিত মাঠে শিশুদের খেলাধুলাকে গুরুত্ব দিয়ে দেখা।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: কুড়িগ্রাম।