আমি জেনে অবাক হয়েছি যে, তেলাপোকা অত্যন্ত তেজস্ক্রিয় পরিবেশেও বেঁচে থাকতে পারে।
Published : 08 Oct 2024, 07:59 PM
ঘরের কোণে কিংবা খাটের নিচে আমরা প্রায়ই তেলাপোকা বা আরশোলা দেখতে পাই। অনেকে এই পোকাটিকে দেখে ভয় পাই বা এটি দেখামাত্র অনেকের মধ্যে বিরক্তিকর ভাব চলে আসে।
কিন্তু আমরা কি জানি এই ছোট্ট পোকার মধ্যেও রয়েছে অবাক করা নানা বৈশিষ্ট্য?
‘বাগস এনসাইক্লোপিডিয়া’ নামের একটি কীটপতঙ্গ বিষয়ক ওয়েবসাইটে ‘হাও লং ক্যান এ ককরোচ লিভ উইদাউট ইটস হেড?’ শিরোনামে প্রকাশিত একটি নিবন্ধে তেলাপোকার বিস্ময়কর কিছু বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়েছে।
তেলাপোকার সবচেয়ে আশ্চর্যজনক বৈশিষ্ট্য হলো যে, এরা মাথা ছাড়া বেশ কিছুদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। এর কারণ হলো এই পতঙ্গের খোলা রক্ত সঞ্চালন পদ্ধতি রয়েছে। ফলে মাথা কেটে ফেললেও তাদের রক্তক্ষরণ হয় না।
তেলাপোকার দেহে স্পাইরাকল নামক এক ধরনের ছিদ্র থাকে যার মাধ্যমে তারা মাথাবিহীন অবস্থাতেও শ্বাস-প্রশ্বাস চালাতে পারে। এরা শ্বাস বন্ধ রেখে প্রায় ৪০ মিনিট পর্যন্ত টিকে থাকতে পারে। খাদ্য ছাড়া তেলাপোকা অনেকদিন বেঁচে থাকতে পারলেও পানি ছাড়া তা সম্ভব না। তাই শেষ পর্যন্ত এদের মৃত্যু হয় সাধারণত পানি শূন্যতার কারণেই।
আমি জেনে অবাক হয়েছি যে, তেলাপোকা অত্যন্ত তেজস্ক্রিয় পরিবেশেও বেঁচে থাকতে পারে।
নিবন্ধটিতে আরও বলা হয়েছে, তেলাপোকার চলাফেরার গতি অত্যন্ত দ্রুত। এই দ্রুত গতির কারণে তারা সহজেই যে কোনো বিপদ এড়িয়ে চলতে পারে। তাদের প্রজনন ক্ষমতাও অত্যন্ত শক্তিশালী।
একটি স্ত্রী তেলাপোকা একবারে শতাধিক ডিম পাড়তে পারে এবং সেই ডিমগুলো থেকে খুব দ্রুতই নতুন তেলাপোকা জন্ম নেয়।
এই বৈশিষ্ট্যগুলোর কারণে হাজারো প্রতিকূলতার মাঝেও তারা সহজেই বেঁচে থাকতে পারে এবং এই প্রাকৃতিক অভিযোজন ক্ষমতা কঠিন পরিস্থিতিতেও বেঁচে থাকার জন্য একটি দক্ষ প্রাণী হিসেবে এদেরকে প্রতিষ্ঠিত করেছে।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: ঢাকা।