আমার পরিবারের পর তিনিই সবসময় আমার ভালো কাজে উৎসাহ দেন।
Published : 09 Oct 2025, 09:06 PM
শিক্ষকরা শুধু পাঠ্যবইয়ের পড়াই শেখান না, বরং জীবনবোধের শিক্ষাও দেন। আমার জীবনে এমন অনেক শিক্ষক আছেন যারা জীবনের প্রতিটি ধাপে আমাকে প্রেরণা জোগান।
তাদের একজন হলেন হাবিবুর রহমান হাবিব স্যার। তিনি উপজেলা প্রশাসন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান শিশু কাননের প্রধান শিক্ষক। আমি তার কাছে প্রাইভেট পড়ি।
হাবিব স্যার একজন সংস্কৃতিমনা মানুষ। তিনি একজন আবৃত্তি শিল্পী এবং উপজেলা শিল্পকলা একাডেমিতে এ নিয়ে ক্লাস নেন। এসবের পাশাপাশি তিনি সাংবাদিকতার সঙ্গেও যুক্ত।
দুই বছর ধরে আমি তার কাছে পড়ি। তার পড়ানোর ধরন খুবই সহজ। কঠিন বিষয়ও তিনি সহজ করে তোলেন। ফলে আমার কাছে পড়াশোনা কঠিন না হয়ে সহজ হয়ে উঠেছে।
তবে তিনি শুধু পাঠ্যপুস্তকের জ্ঞানই দেন না, জীবনমুখী নানা শিক্ষাও দিয়ে থাকেন। আমার কবিতা আবৃত্তি শেখার হাতেখড়ি তার কাছেই। উপস্থাপনা ও বক্তব্য দেওয়ার কৌশলও আমি তার কাছে শিখেছি। এমনকি শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সম্পর্কেও আমি স্যারের কাছে জেনেছি।
আমার পরিবারের পর তিনিই সবসময় আমার ভালো কাজে উৎসাহ দেন এবং বিভিন্নভাবে পাশে থাকেন। তাই আমি তার কাছে অনেক ঋণী।
প্রতিবেদকের বয়স: ১২। জেলা: কুড়িগ্রাম।