সেই ভয়কে জয় করেই আমি সাইকেল চালানো শিখে ফেলি।
Published : 09 Oct 2025, 08:58 PM
পাঁচ বছর আগের কথা। শখের বসে সাইকেল কিনেছিলাম। কিন্তু কীভাবে সাইকেল চালাতে হয় তাই আমি জানতাম না। তাই নতুন সাইকেল ফেলে রেখেছিলাম ঘরে। একদিন বাবা বললেন, এভাবে ফেলে না রেখে শেখার চেষ্টা কর। আর এভাবেই চালানো শিখে যাবে একদিন।
বাবার কথা শুনে প্রতিদিন বিকেলে সাইকেল নিয়ে বের হওয়া শুরু করি। তবে অনেক চেষ্টা করেও শিখতে পারছিলাম না।
আমার চাচাতো ভাই সাইকেল চালাতে পারত। তাই আমাকে সহযোগিতা করতে শুরু করল। কিন্তু, ঠিক তখনই করোনাভাইরাস মহামারির কারণে সবকিছু থমকে যায়। তার কাছে আর সাইকেল চালানো শেখা হল না।
র কিছুদিন পরের কথা। আমার এক আঙ্কেলের সঙ্গে একটি উঁচু সেতুতে যাই। তিনি আমাকে বললেন, তুমি সাইকেল চালাও। আমি পেছন থেকে সাইকেল ধরে রাখব যাতে তুমি পড়ে না যাও। তার কথা শুনে আমি সাহস পাই এবং সাইকেল চালাতে শুরু করি।
কিন্তু আমি সেতু থেকে নামার সময় হঠাৎ দেখি আঙ্কেল আর পিছনে নেই। সেই মুহূর্তে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু সেই ভয়কে জয় করেই আমি সাইকেল চালানো শিখে ফেলি।
এরপর থেকে আমি একাই সাইকেল চালাতে পারি। মহামারির কঠিন সময়টা আমি সাইকেলের সঙ্গেই কাটিয়েছি। তখন সাইকেলই ছিল আমার প্রিয় বন্ধু।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: ঢাকা।