অনুষ্ঠানে পুরাতন শিক্ষার্থীরা তাদের নানা অভিজ্ঞতা তুলে ধরে এবং সাংস্কৃতিক পরিবেশনা উপহার দেয়।
Published : 12 Jan 2025, 06:20 PM
শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে নবীনবরণ অনুষ্ঠান শুরু হয়। এ সময় গার্লস গাইডের সদস্যরা বিদ্যালয়ের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।
অনুষ্ঠানে পুরাতন শিক্ষার্থীরা তাদের নানা অভিজ্ঞতা তুলে ধরে এবং সাংস্কৃতিক পরিবেশনা উপহার দেয়।
নতুন শিক্ষার্থীদের জন্য আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব উল আহসান। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ্যানি সুরাইয়া মিলোজ।
প্রতিবেদক: নাজিয়া জাহান ফিমা (১৪), শারমিন আক্তার ছোঁয়া (১৫), শেরপুর।