স্বাস্থ্যকর্মীরা জানান, অধিকাংশ শিক্ষার্থী উৎসাহের সঙ্গেই টিকা নিচ্ছে।
Published : 14 Oct 2025, 09:34 PM
বাগেরহাটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চলছে টাইফয়েডের টিকাদান কর্মসূচি।
সোমবার জেলা সদরের সাহাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, দুজন স্বাস্থ্যকর্মী শিক্ষার্থীদের টিকা দিচ্ছেন। সেখানে অনেক শিক্ষার্থীর অভিভাবকও উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যকর্মীরা জানান, অধিকাংশ শিক্ষার্থী উৎসাহের সঙ্গেই টিকা নিচ্ছে। তবে কিছু ছোট শিশুর মধ্যে একটু ভয় কাজ করলেও কিছু সময় পর তারাও স্বাভাবিকভাবে টিকা নিচ্ছে।
টিকা নেওয়া শেষে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, “টিকা দিতে সবারই তো একটু ভয় লাগে। আমারও ভয় লেগেছিল, তবুও দিয়েছি কারণ টিকা দিলে আমি সুস্থ থাকব।”
টিকাদান কর্মসূচি প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা সুলতানা হ্যালোকে বলেন, “বিদ্যালয়ে আজ উপস্থিত থাকা প্রায় সব শিক্ষার্থী টিকা নিয়েছে এবং সব শিশুরা সুস্থ আছে।”
সরকারি উদ্যোগে দেশে প্রথমবারের মত শুরু হওয়া এই টাইফয়েড টিকাদান কর্মসূচির আওতায় প্রায় পাঁচ কোটি শিশুকে এক ডোজ করে জীবনরক্ষাকারী টিসিভি টিকা দেওয়া হবে।
এই কর্মসূচিতে সহযোগিতা করছে জাতিসংঘের শিশু তহবিল- ইউনিসেফ, গ্যাভি–দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: বাগেরহাট।