রানা ফ্লাওয়ার্স কন্যাশিশুদের নেতৃত্ব বাড়াতে তাদের নেতৃত্বাধীন সংগঠনগুলোতে বিনিয়োগ বাড়ানোরও আহ্বান জানান।
Published : 15 Oct 2025, 07:44 PM
কিশোরীদের জন্য নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিতে জোর দিয়েছেন বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। এজন্য তাদের কণ্ঠস্বর আরও উচ্চকিত করার অনুরোধ জানান তিনি।
বৃহস্পতিবার আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, "অনুগ্রহ করে কিশোরীদের কণ্ঠস্বর আরও উচ্চকিত করুন, তাদের মতামত প্রকাশ করতে দিন এবং তাদের অগ্রাধিকারগুলোকে লক্ষ্যভিত্তিক ও বাস্তব পদক্ষেপে, বাস্তব প্রয়োগে রূপ দিন।”
তিনি আরও বলেন, সরকার, সমাজ ও উন্নয়ন সংস্থাগুলো একযোগে কাজ করলে কিশোরীদের জন্য সহিংসতামুক্ত, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়া সম্ভব এবং মানসিক স্বাস্থ্যসেবা ও কাউন্সেলিং সম্প্রসারণ করা যাবে।
রানা ফ্লাওয়ার্স কন্যাশিশুদের নেতৃত্ব বাড়াতে তাদের নেতৃত্বাধীন সংগঠনগুলোতে বিনিয়োগ বাড়ানোরও আহ্বান জানান।
তিনি বলেন, "কন্যাশিশুদের অধিকার সম্পর্কে সচেতন করা, তাদের দক্ষতা বৃদ্ধি এবং দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তিনির্ভর বিশ্বে নেতৃত্ব দিতে আত্মবিশ্বাসী করে তোলা, শিখতে এবং বিকাশিত হওয়ার সুযোগ দেওয়ার মাধ্যমে কন্যাশিশুদের এগিয়ে যাওয়ার পথের বাধাগুলো দূর করা জরুরি।"
তিনি প্রতিশ্রুতি দেন, বাংলাদেশের কিশোরীদের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখতে এবং তাদের সুরক্ষা নিশ্চিত করতে ইউনিসেফ কাজ করে যাবে।
বিবৃতিতে বলা হয়, "আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের এই সপ্তাহে ইউনিসেফ তোমাদের সঙ্গে সংহতি প্রকাশ করছে, তোমাদের সাফল্য উদযাপন করছে এবং তোমাদের অগ্রগতিকে বাধাগ্রস্ত করে এমন প্রতিবন্ধকতাগুলোকে চ্যালেঞ্জ জানিয়ে তা দূর করার অঙ্গীকার করছে।"
তিনি বলেন, "আসুন, আমরা প্রতিটি কন্যাশিশুর সাহস, তার স্বপ্ন এবং পরিবর্তনে নেতৃত্ব দেওয়ার শক্তিকে উদযাপন করি। আসুন, আমাদের ভবিষ্যতের নির্মাতাদের জন্য দরজা খুলে দিই এবং নিশ্চিত করি যে তাদের জীবন নিয়ে যেখানে যেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, তার প্রতিটি টেবিলে যেন তাদের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়।"
বাংলাদেশে কিশোরীদের সমস্যা ও সংকটের চিত্রও উঠে আসে তার বিবৃতিতে।
তিনি বলেন, দেশে এখনও বাল্যবিয়ে, পড়াশোনা শেষ না করা ও সহিংসতার শিকার কন্যাশিশুর সংখ্যা অনেক। তবু তারা ভুক্তভোগী নয়, বরং পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছে। বাল্যবিয়ে, সহিংসতা ও মানসিক চাপ তাদের ভবিষ্যতের বড় হুমকি বলেও সতর্ক করেন রানা ফ্লাওয়ার্স।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: ঢাকা।