'স্বাস্থ্যসেবা খাতের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে নার্স নিয়োগ বাড়ানো জরুরি।'
Published : 12 May 2025, 09:29 PM
নার্সিং শুধু পেশা নয়, এটিকে দায়িত্ব আর মমতার জায়গা বলে মনে করেন ২১ বছর ধরে এই পেশায় যুক্ত এন্টি চাকমা। তিনি খাগড়াছড়ির আধুনিক জেলা সদর হাসপাতালে ‘সিনিয়র স্টাফ নার্স’ হিসেবে কর্মরত। হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানিয়েছেন নিজের অভিজ্ঞতা, পেশাগত চ্যালেঞ্জ ও তরুণদের প্রতি পরামর্শের কথা।
হ্যালো: প্রথমেই জানতে চাই, আপনি নার্সিং পেশায় কেন এসেছিলেন? এর পেছনে কি কোনো বিশেষ প্রেরণা ছিল?
এন্টি চাকমা: নার্সিং একটি মহৎ পেশা এবং সেবামূলক কাজ। পৃথিবীতে যত পেশা আছে, তার মধ্যে নার্সিং অন্যতম বলে আমি মনে করি। এই পেশায় থেকে মানুষকে সরাসরি সেবা করা যায়, বিশেষ করে যারা মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আসে। আমার এই পেশায় আসার পেছনে যার কথা না বললেই নয়, তিনি হলেন আমার এক মাসি। তিনি পেশায় একজন ব্যাংকার ছিলেন।
হ্যালো: এই পেশায় আপনার দীর্ঘ সময় কাটানোর অভিজ্ঞতা কেমন?
এন্টি চাকমা: আমি এই পেশায় আছি ২০০৪ সাল থেকে। এই দীর্ঘ সময়জুড়ে আমি অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। যেহেতু এটি একটি সেবামূলক পেশা, তাই অনেক মুমূর্ষু রোগীকে কাছ থেকে সেবা করার সুযোগ পেয়েছি। আমাদের হাসপাতালে সবাই মিলে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করি। এছাড়া, বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করে অনেক কিছু শিখেছি, যা আমি রোগীদের সেবার ক্ষেত্রে কাজে লাগাতে পেরেছি।
হ্যালো: নার্স হিসেবে আপনার সবচেয়ে চ্যালেঞ্জিং অভিজ্ঞতা কী ছিল?
এন্টি চাকমা: আসলে, পুরো নার্সিং পেশাটাই আমার কাছে চ্যালেঞ্জিং। কারণ, এখানে বিভিন্ন রকম পরিস্থিতি মোকাবিলা করতে সবসময় প্রস্তুত থাকতে হয়। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল রোগীর তুলনায় নার্সদের সংখ্যা খুবই কম। এই পরিস্থিতিতে সবাইকে সমানভাবে সেবা দেওয়াটা সত্যিই একটি বড় চ্যালেঞ্জ।
হ্যালো: স্বাস্থ্যসেবা খাতে নার্সদের ভূমিকা আপনি কীভাবে মূল্যায়ন করেন?
এন্টি চাকমা: স্বাস্থ্যসেবা খাতে নার্সদের ভূমিকা অপরিসীম। রোগীর যত্ন ও সুস্থতায় নার্সদের গুরুত্ব অনেক। নির্দেশনা মেনে আমরা নার্সরা সরাসরি রোগ নিরাময়ের প্রক্রিয়ায় কাজ করি। এতে শুধু রোগী উপকৃত হন না, স্বাস্থ্যসেবারও উন্নয়ন ঘটে এবং সমাজে তথা দেশে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পায়।
হ্যালো: যেসব রোগী বা পরিবারকে আপনি সহায়তা করেছেন, তাদের কাছ থেকে কেমন প্রতিক্রিয়া পেয়েছেন?
এন্টি চাকমা: আমি এতদিনে অসংখ্য রোগীকে সেবা দিয়েছি। তাদের কেউ কেউ যখন বাইরে কোথাও আমাকে দেখে সালাম দেয় বা আমার খোঁজ নেয়, তখন খুব ভালো লাগে। কেউ কেউ বলেন, আমি অমুক রোগী ছিলাম হাসপাতালে বা এখন অনেক ভালো আছি। এই স্বীকৃতিই আমার সেবার সবচেয়ে বড় প্রাপ্তি বলে মনে করি।
হ্যালো: বর্তমান স্বাস্থ্যসেবা ব্যবস্থায় নার্সদের জন্য কোন ধরনের পরিবর্তন বা উন্নতি প্রয়োজন বলে আপনি মনে করেন?
এন্টি চাকমা: স্বাস্থ্যসেবা খাতের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে নার্স নিয়োগ বাড়ানো জরুরি। কারণ, রোগীর তুলনায় নার্সদের সংখ্যা খুবই কম। ফলে, আমরা প্রায়ই সেবা দিতে গিয়ে হিমশিম খাই। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক ও দক্ষ বিশেষায়িত নার্স তৈরি খুবই দরকার।
হ্যালো: তরুণদের জন্য আপনার কোনো পরামর্শ আছে যারা এই পেশায় আসতে চায়?
এন্টি চাকমা: যেহেতু নার্সিং একটি মহৎ ও সেবামূলক পেশা, তাই এই পেশায় আসতে হলে মানসিকভাবে সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। এছাড়া, বর্তমান সময়ে নার্সিং পেশার চাহিদা অনেক বেশি। এ পেশায় পড়াশোনার পর বেকার থাকার সুযোগ নেই। বিদেশেও কাজের অনেক সুযোগ রয়েছে। এই পেশাটি শুধু সেবার মাধ্যম নয়, একটি ভালো ক্যারিয়ারের পথও। এখানে সম্ভাবনাময় ভবিষ্যৎ আছে।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: ঢাকা।