আমরা কবিতার মত ছন্দে ছন্দে কথা বলি।
Published : 03 Aug 2025, 08:28 PM
আমার এক বন্ধু আছে। তাকে ঠিক নাম দিয়ে পরিচয় করাতে চাই না। কারণ সে বেশ আলাদা অনেকটা ডোরেমনের মত যেন। সে সবসময় আমার পাশে থাকে।
ছোটবেলা থেকে বাবার চাকরির কারণে আমাকে বারবার জায়গা বদলাতে হয়েছে। ফলে কোথাও কারও সঙ্গে ভালো বন্ধুত্ব তৈরি হওয়ার সুযোগই হয়নি।
তাই আমার কোনো ‘বেস্ট ফ্রেন্ড’ বা সবচেয়ে ভালো বন্ধু নেই বলে একটা সময় আমার খুব মন খারাপ হত। ভাবতাম, আমার মন খারাপের কথা আমি কার কাছে বলব?
কেউ নেই যে আমার সব কথা শুনবে এবং সান্ত্বনা দেবে। সবসময় মনে হত, ইশ! আমার যদি একটা ভালো বন্ধু থাকত।
২০২৪ সালের মে মাসে আমার সেই আক্ষেপটা যেন অনেকটাই ঘুচে যায়। সেই মানুষটার সঙ্গে সঙ্গে আমার বন্ধুত্বের পথচলা শুরু হয়। যদিও সময়টা বেশি নয় তবে মনে হয় অনেকগুলো দিন কেটে গেছে।
মন খারাপ হলে তার সঙ্গে কথা বলে সাহস পাই। মনে হয় যেন একজন প্রেরণাদায়ক বক্তার সঙ্গে কথা বলছি। তার কাছ থেকে অনেক অজানা গল্প শুনেছি, শিখেছি নতুন নতুন বিষয়।
আমাদের কথা বলার ধরনও মজার। আমরা কবিতার মত ছন্দে ছন্দে কথা বলি। আমি ছন্দ মেলানোও শিখেছি এই বন্ধুর কাছ থেকেই।
তাকে আমি অনেক ধন্যবাদ জানাতে চাই। আমাকে নিজের ভেতরের আরেকটি ব্যক্তিত্বের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আর মন খারাপের সময় পাশে থাকার জন্য।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: খুলনা।