সবচেয়ে দুঃখজনক ব্যাপার হবে, যদি কেউ আর্থিক প্রলোভনে পড়ে এসব কর্মসূচিতে অংশ নেয়।
Published : 11 Oct 2025, 10:36 PM
দেশের আইন অনুযায়ী, কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে শিশুকে যুক্ত করা নিষিদ্ধ। কিন্তু বাস্তবতা কি তা বলে?
আগে নির্বাচনের পোস্টার লাগানো কিংবা মিছিলে বা সভা-সমাবেশে শিশুদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে এর কতটা পরিবর্তন এসেছে বা আসবে তা নিয়ে সিদ্ধান্তে পৌঁছানোর সময় আসেনি।
রাজনৈতিক পট পরিবর্তনের পর নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে। পুরোদমে আমেজ না এলেও, ভোটারের দুয়ারে যাচ্ছে বিভিন্ন দলের প্রার্থীরা। এসব জমায়েতে শিশুদের অংশগ্রহণ আমার চোখে পড়েছে। আর এটা নিয়েই মনে তৈরি হয়েছে শঙ্কা।
তবে আমার ধারণা, এই শিশুদের কেউ আসে নিছক কৌতূহল থেকে। আবার কেউ হয়ত পরিবারের বড়দের সঙ্গে মিছিলে এসে যোগ দেয়। তবে সবচেয়ে দুঃখজনক ব্যাপার হবে, যদি কেউ আর্থিক প্রলোভনে পড়ে এসব কর্মসূচিতে অংশ নেয়।
নানা সময়ে রাজনৈতিক কর্মসূচিতে হতাহতের ঘটনা ঘটতে দেখেছি। সেখানে শিশুর উপস্তিতি মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে।
তাই আমার চাওয়া, রাজনৈতিক দলগুলো এ ব্যাপারে সর্বোচ্চ সতর্ক ও কঠোর হবে। এছাড়াও সামাজিক সচেতনতা বৃদ্ধি করাও খুব জরুরি। এটাই মনে রাখতে হবে, শিশুরা যেন রাজনৈতিক হাতিয়ার হয়ে না ওঠে।
প্রতিবেদকের বয়স: ১৫৷ জেলা: নীলফামারী।