জন্মহারের দিক দিয়ে তাইওয়ান বিশ্বের সর্বনিম্ন দেশগুলোর একটি। এখানে একজন নারীর গড় সন্তান সংখ্যা একের নিচে।
Published : 23 Jun 2024, 03:27 PM
জনসংখ্যা বৃদ্ধির হার কমে যাওয়ায় শিক্ষার্থী সংকটে পড়ছে তাইওয়ানের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। এই অবস্থায় দেশটিতে অনেক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে।
সম্প্রতি ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে।
সে প্রতিবেদনের সঙ্গে দ্য গার্ডিয়ান একটি ছবি প্রকাশ করে। প্রকাশিত ছবিতে দেখা যায়, দেশটির রাজধানী তাইপের চুং সিং উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে স্তূপ করে রাখা হয়েছে টেবিল-চেয়ারসহ শ্রেণিকক্ষের সকল সরঞ্জাম। গাড়িতে করে একে একে সরিয়ে ফেলা হচ্ছে সেগুলো।
শিক্ষার্থী সংকট থাকায় ২০১৯ সালে বন্ধ হয়ে যায় স্কুলটি। মালিক পক্ষ একটি আবাসন কোম্পানির কাছে স্কুলের জায়গাটি বিক্রি করে দেয়।
প্রতিবেদনে বলা হয়, ২০১১ সালে দেশটির প্রাথমিক ও জুনিয়র হাই স্কুলে ভর্তি হওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ২৩ লাখ। ২০২১ সালে এই সংখ্যাটি নেমে এসেছে ১৮ লাখে।
শিক্ষার্থী সংকট না কাটলে আরও অনেক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা রয়েছে। বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে বিশ্ববিদ্যালয়।
তবে শিক্ষার্থীর অভাবে বন্ধ হতে যাওয়া এই সকল প্রতিষ্ঠানই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। ভর্তি হওয়া ছাত্র ছাত্রীর সংখ্যা কমে যাওয়ায় আর্থিক দুরবস্থায় পড়েছে এই প্রতিষ্ঠানগুলো।
প্রতিবেদনটিতে বলা হয়, জন্মহারের দিক দিয়ে তাইওয়ান বিশ্বের সর্বনিম্ন দেশগুলোর একটি। এখানে একজন নারীর গড় সন্তান সংখ্যা একের নিচে।
তাইপের একজন অভিভাবক দ্য গার্ডিয়ানকে বলেন, “বর্তমানে শিশুর যত্নের খরচ বেশি। তাই বেতন বৃদ্ধি ও কর্মঘণ্টা না কমলে একাধিক সন্তানের কথা ভাবা কঠিন।”
জনসংখ্যার সংকট মোকাবেলায় সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সব মহলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। না হয় এটি তাইওয়ানের শিক্ষা ও অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলবে।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।