“মাস শেষে বেতন পাই দুই হাজার টাকা।”
Published : 23 Apr 2025, 08:30 PM
পরিবারের আর্থিক সঙ্গতি না থাকায় দ্বিতীয় শ্রেণিতেই পড়াশোনার ইতি টানতে হয় ১০ বছর বয়সী রায়হান নামের এক শিশুকে। বর্তমানে সে রাজধানীর মহাখালী এলাকার একটি গাড়ি মেরামত কারখানায় কাজ করে।
মহাখালীতে রায়হানের সঙ্গে কথা হয়। তার গ্রামের বাড়ি বরিশাল। বর্তমানে পরিবারসহ মহাখালীতেই বসবাস করে। বাবা-মা ছাড়াও রায়হানের পরিবারে আরও দুই ভাই-বোন আছে। সে পরিবারের বড় সন্তান।
কারখানায় কাজ করার বিষয়ে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই শিশু বলে, “আমার বাবা বাসের হেল্পার। মা বাসা বাড়িতে কাজ করেন। এই আয়ে সংসার চলে না।”
মহাখালীরই একটি স্কুলে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত পড়লেও এখন আর স্কুলে যায় না সে।
রোজ বারো ঘণ্টা কাজ করতে হয় জানিয়ে রায়হান বলে, “কারখানায় আমি চাকায় হাওয়া দেওয়া, টায়ারের ছিদ্র মেরারমত করা ও বাম্পার লাগানোর কাজ করি। সকাল আটটায় এসে দোকান খুলি। ছুটি হয় রাত আটটায়।
“মাস শেষে বেতন পাই দুই হাজার টাকা।”
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: ঢাকা।