’মোনালিসা নামের এই চিত্রকর্মটিকে অনেকে পৃথিবীর শ্রেষ্ঠ চিত্রকর্ম বলে মনে করেন। ভিঞ্চির জগৎবিখ্যাত এই চিত্রকর্ম প্যারিসের ল্যুভর মিউজিয়ামে রাখা আছে।’
Published : 28 Jan 2024, 06:51 PM
মোনালিসা চিত্রকর্মটির নাম আমরা সবাই শুনেছি। বিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা এই ছবিটি এখনো এক রহস্যের নাম।
নবম-দশম শ্রেণির শিল্প ও সংস্কৃতি বইয়ে উল্লেখিত তথ্যমতে, শিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চি ১৫০৩ সালে এই চিত্রকর্মটি আঁকা শুরু করে ১৫০৬ সালে সমাপ্ত করেন। এই সময়টায় তিনি ইতালির মিলান শহরে বসবাস করতেন।
মোনালিসা চিত্রকর্মটি আমরা সবাই দেখেছি। এতে রয়েছে একজন সুন্দরী নারীর মুখায়ব। পৃথিবীর সব মানুষের আগ্রহ এই নারীকে নিয়ে।
শিল্প ও সংস্কৃতি বইটিতে বলা আছে, অনেক গবেষক মনে করেন প্রতিকৃতির এই নারী ইতালির এক ধনী ব্যবসায়ীর স্ত্রী। যার নাম লিসা। ইতালিয় ভাষায় মোনা শব্দের অর্থ ম্যাডাম বা ভদ্রমহিলা। তাহলে মোনালিসা নামের অর্থ দাঁড়ায় ম্যাডাম লিসা।
মোনালিসা নামের এই চিত্রকর্মটিকে অনেকে পৃথিবীর শ্রেষ্ঠ চিত্রকর্ম বলে মনে করেন। ভিঞ্চির জগৎবিখ্যাত এই চিত্রকর্ম প্যারিসের ল্যুভর মিউজিয়ামে রাখা আছে।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: কুড়িগ্রাম।