উইলিয়াম শেক্সপিয়ারের জন্ম ও মৃত্যুর মাস
তিনি শুধু নাট্যকারই নন, ছিলেন এক অসাধারণ কবিও।
Published : 23 Apr 2025, 03:18 PM
বিখ্যাত ইংরেজ নাট্যকার ও কবি উইলিয়াম শেক্সপিয়ারের সৃষ্টি এখনও বিশ্বব্যাপী সমাদৃত। ১৫৬৪ সালের এপ্রিল মাসে ইংল্যান্ডের স্ট্রাটফোর্ড-আপন-অ্যাভনে জন্ম নেন এই সাহিত্যিক। তিনি জন শেক্সপিয়ার ও মেরি আর্ডেনের সন্তান।
শেক্সপিয়ারের জন্মদিন কবে ছিল, তা জানা যায় না। তবে গির্জার খাতায় আছে, তাকে ২৬ এপ্রিল ব্যাপটাইজ করা হয়। সেই সময় জন্মের তিন দিনের মাথায় এটা করা হত বলে ধারণা করা হয়। তাই ধরে নেওয়া হয় তিনি ২৩ এপ্রিল জন্মেছিলেন।
শেক্সপিয়ার ইংরেজি সাহিত্যে নাট্যকার হিসেবে অমর হয়ে আছেন। তিনি লিখেছেন ইতিহাস, কমেডি, ট্রাজেডি এবং রোমান্স মিলিয়ে মোট ৩৯টি নাটক।
১৯৯৬ সাল থেকে কবিতা প্রচার ও কবি পরিচিতি নিয়ে কাজ করা পোয়েটস ডট ওআরজি বলছে, শেক্সপিয়ারের লেখা উল্লেখযোগ্য ট্রাজেডি নাটকের মধ্যে রয়েছে— ‘হ্যামলেট’, ‘ওথেলো’, ‘কিং লিয়ার’ এবং ‘রোমিও এন্ড জুলিয়েট’। এ ছাড়া তার প্রথমদিককার রচনায় ‘হেনরি ষষ্ঠ’ এবং ‘দ্য কমেডি অব এররস’ উল্লেখযোগ্য।
তিনি শুধু নাট্যকারই নন, ছিলেন এক অসাধারণ কবিও। লিখেছেন ১৫৪টি সনেট। তার সনেটগুলোর মূল বিষয় ছিল— সময়ের ক্ষয়, প্রেম, সৌন্দর্যের অমরতা এবং জীবনের গভীর ভাবনা।
ওই ওয়েবসাইটে আরও বলা হয়েছে, শেক্সপিয়ারের লেখা ‘দ্যা মার্চেন্ট অব ভেনিস’, ‘দ্যা কমেডি অব এররস’, এবং ‘আ মিডসামার নাইটস ড্রিম’ বিশ্বব্যাপী বহু ভাষায় অনূদিত হয়েছে এবং আজও পাঠকের কাছে সমান জনপ্রিয়।
১৬১৬ সালের ২৩ এপ্রিল উইলিয়াম শেক্সপিয়ার মৃত্যুবরণ করেন। শতাব্দী পেরিয়ে গেলেও তার সাহিত্য আজও জীবন্ত, প্রাসঙ্গিক এবং অনুপ্রেরণাদায়ী।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: ঢাকা।