১৯৯০ সালে জাতিসংঘ তাদের বর্ষপঞ্জিতে এই দিনটিকে যুক্ত করে।
Published : 22 Apr 2025, 07:01 PM
পৃথিবীকে ভালো রাখার কথা মনে করিয়ে দেয় ‘বিশ্ব ধরিত্রী দিবস’। পরিবেশ ও প্রকৃতি সম্পর্কে মানুষকে সচেতন করতে প্রতিবছর ২২ এপ্রিল পালিত হয় এই দিনটি।
১৯৭০ সালে প্রথম যুক্তরাষ্ট্রে শুরু হয় এই উদ্যোগ। তখন এর নাম ছিল ‘এনভায়রনমেন্টাল টিচ-ইন’। পরে এটি ‘আর্থ ডে’ নামে পরিচিত হয়।
ধরিত্রী দিবসের পেছনে মূল ব্যক্তিটি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর গেলর্ড নেলসন। ১৯৬০ সালের শুরুতে তিনি দেখলেন, পরিবেশের ওপর মানুষের নেতিবাচক প্রভাব বাড়ছে। তাই তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবতে শুরু করেন।
১৯৬২ সালে তিনি ওয়াশিংটনে যান এবং বিষয়টি এ্যাটর্নি জেনারেল রবার্ট কেনেডিকে জানান। কেনেডি এই বিষয়টি পছন্দ করেন।
পরের বছর, ১৯৬৩ সালের সেপ্টেম্বর মাসে, মার্কিন প্রেসিডেন্টের এক আলোচনায় বিষয়টি তোলার কথা থাকলেও তখন তা হয়নি। তবে নেলসন থেমে যাননি।
তিনি মানুষের মধ্যে পরিবেশ নিয়ে সচেতনতা তৈরি করতে থাকেন। তার এই প্রচেষ্টার ফলে ১৯৭০ সালের ২২ এপ্রিল প্রথমবারের মত ধরিত্রী দিবস পালিত হয়।
১৯৯০ সালে জাতিসংঘ তাদের বর্ষপঞ্জিতে এই দিনটিকে যুক্ত করে এবং সদস্য দেশগুলোকে দিবসটি পালনের আহ্বান জানায়।
বিশ্ব ধরিত্রী দিবস উত্তর গোলার্ধের দেশগুলোতে বসন্তকালে এবং দক্ষিণ গোলার্ধের দেশগুলোতে শরৎকালে পালিত হয়।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: ঢাকা।