রাহুল সকাল হলেই বেড়িয়ে পড়ে কাজে।
Published : 28 Jul 2023, 12:05 PM
বাংলাদেশের অনেক শিশুই নিজের অজান্তে শৈশব বিসর্জন দিয়ে কাঁধে তুলে নেয় সংসারের ভার।
এমনই এক শিশুর সঙ্গে দেখা হয় নেত্রকোণা শহরে। তার নাম রাহুল। বয়স ১০ বছর।
সে আইস্ক্রিম বিক্রি করে সামাল দিচ্ছে সংসারের বোঝা। বাবার মৃত্যুর পর মায়ের দায়িত্ব এখন তার কাঁধেই।
রাহুল সকাল হলেই বেড়িয়ে পড়ে কাজে। আইস্ক্রিমের কারখানা থেকে বাকিতে আইসক্রিম এনে বিক্রি করে। কেউ টাকা দিয়ে আইসক্রিম কিনে আবার কেউ চাল দিয়ে আইস্ক্রিম কিনে।
দিনশেষে আইস্ক্রিম বিক্রির লাভ রেখে বাকি টাকা আইসক্রিম কারখানার মালিককে দিয়ে দেয়। এভাবেই চলে তার দৈনন্দিন জীবন।
পড়াশোনা করতে চায় কিনা জানতে চাইলে সে জানায়, ইচ্ছে হয় পড়ালেখা করতে কিন্তু। পড়াশোনা করলে টাকা আয় করবে কে?
প্রতিবেদকের বয়স: ১২। জেলা: নেত্রকোণা।