তার পরিবারে বাবা-মা ও এক বোন রয়েছেন।
Published : 16 Aug 2023, 07:53 PM
নিজের পড়াশোনার পাশাপাশি পরিবারে কিছুটা সচ্ছলতা আনতে মোটর মেকানিকের দোকানে কাজ করে মামুন নামের এক শিশু।
সম্প্ররি বাগেরহাটের ট্রাফিক মোড়ের ওই দোকানে কথা হয় তার সঙ্গে৷
মামুন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, পড়াশোনার পাশাপাশি সে এই কাজ করে।
তৃতীয় শ্রেণিতে পড়ুয়া মামুন আরও জানায়, তার পরিবারে বাবা-মা ও এক বোন রয়েছেন।
সে দিনে তিন ঘণ্টার বেশি কাজ করে ৫০ টাকা পারিশ্রমিক পায়।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: বাগেরহাট।