‘ওই কিশোরী জানায়, বিয়ের সময় তার বয়স ছিল মাত্র ১৫ বছর। তখন সে অষ্টম শ্রেণিতে পড়ত।’
Published : 04 Apr 2024, 07:35 PM
আর্থিক টানাপোড়েনের কারণে দুই বছর আগে বাল্যবিয়ের শিকার হয় কুড়িগ্রাম সদর উপজেলার আলমপাড়া এলাকার এক কিশোরী।
ওই কিশোরী জানায়, বিয়ের সময় তার বয়স ছিল মাত্র ১৫ বছর। তখন সে অষ্টম শ্রেণিতে পড়ত।
কিশোরীর মা হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘অভাবের কারণে আমরা তাকে বিয়ে দিতে বাধ্য হই।”
১৮ বছর হওয়ার পর মেয়েকে বিয়ে দেওয়ার ইচ্ছা ছিল বলেও জানান তিনি।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: কুড়িগ্রাম।